অর্বিট ডেস্ক- পূর্ব পরিকল্পিত পশ্চিমবঙ্গ সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ট্যুইক করে জানান, করোনার উদ্ভুত পরিস্থিতির কারণে আগামিকাল উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে, সাই কারণেই বাতিল করছেন সফর।
পশ্চিমবঙ্গের চলতি নির্বাচনে দফায় দফায় বাংলায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লি, মহারাষ্ট্রসহ একাধিক রাজ্যে করোনা আক্রমণের যা পরিস্থিতি তৈরি হয়েছে, কার্যত ফাঁস লাগার মুখে স্বাস্থ্য ব্যবস্থা। বেড নেই, সেই সঙ্গে দোসর অপ্রতুল অক্সিজেন।
তারই মাঝে বারবার নির্বাচনী প্রচারে আসায় প্রধানমন্ত্রীকে বিঁধতে ছাড়েনি বিরোধীরা। অগত্য দেশ জুড়ে অক্সিজেন সঙ্কট কাটাতে বৃহস্পতিবার একটা দফা উচ্চ পর্যায়ের বৈঠক সারেন। শুক্রবার পুনরায় উচ্চ পর্যায়ের ডাক দিয়েছেন। সূত্রের খবর, বৃহস্পতিবার যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা কতটা দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হচ্ছে, তারই পর্যালোচনা করা হবে এবং সেই মতো পরবর্তী পদক্ষেপ করা হবে।