Breaking News

“তপশিলি জাতিরা ভিখারি” সুজাতার কুরুচিকর মন্তব্যের জেরে বক্তব্যের ব্যাখ্যা চাইল কমিশন

অর্বিট ডেস্ক- তৃণমূলের যোগ দেওয়া ঝাঁঝালো দিদি বলে পরিচিত সুজাতা খান মণ্ডল তৃণণূলের প্রার্থী। তিনি তাঁর নিজের কেন্দ্র আরামবাগে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন। সেই সময় তাঁকে বলতে শোনা যায়, সব শিডিউল কাস্ট ভিখারি এরা। এদের কেবল দাও দাও। আমি বলেছিলাম, মমতাদি এত কিছু দিয়েছেন, তোমরা ভোটটা দেবে না কেন। কথায় বলে না, কেউ অভাবে ভিখারি, আর কেউ স্বভাবে ভিখারি।’

সুজাতা মণ্ডলের এই বক্তব্যকে হাতিয়ার করে কেন্দ্রীয় সংখ্যালঘু দফতরের মন্ত্রী মুক্তার আব্বাস নকভি কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন। এর পরেই বক্তব্য খতিয়ে দেখে বক্তব্যের ব্যাখ্যা চায় কমিশন। তার উত্তর দিতে হবে ২৪ ঘণ্টার মধ্যে।

কমিশন সূত্রের খবর, সুজাতার বক্তব্য আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছে। এমনকি ভারতীয় দণ্ডবিধির ৫০৫(২) ধারাও লঙ্হঘন করা হয়েছে । ঐ ধারায় বলা হয়েছে যে, কারও বক্তব্যে, সমাজে ঘৃণা ও জাতিবিদ্বেষ তৈরি হলে, তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শাস্তি হতে পারে ৩ বছরের হাজতবাস বা জরিমানা, এমনকি দুটোই ।

আমাদের ফেসবুক পেজ ফলো করতে এখানে ক্লিক করুন

আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যান

About Orbit News

Check Also

নিজস্ব ইতিহাস হারিয়ে বাঙালির কাছে কেন হয়ে উঠল ‘গ্রান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল’

স্বাতী চট্টোপাধ্যায়ঃ– আমাদের মতো সস্তা শহুরে বাঙালিদের ফ্যান্টাসি অসাধারণ। বিশ্ব দরবারে বাঙালি শ্রেষ্ঠ হলেও, ইংরেজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!