অর্বিট ডেস্ক- করোনায় আক্রান্ত হলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। মঙ্গলবার থেকে কিছুটা শারীরিক অসুস্থতা বোধ করেন। এবং কিছু উপসর্গ দেখা দেয়। তার পরেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর চেস্ট স্ক্যান করানো হয়েছে। অন্যান্য আরও কিছু পরীক্ষা করানো হয়। বুঝবার সকালে তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসে। ডাক্তারেরা তাঁকে হাসপাতালে থাকার পরামর্শ দিয়েছেন।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে য়াদবপুর কেন্দ্রের সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী সুজনবাবু। গত ১০ এপ্রিল চতুর্থ দফার ভোট যাদবপুরে হয়ে গিয়েছে। রাজ্যজুড়ে করোনার বাড়বাড়ন্তের জন্য বড় জনসভায় রাশ টানার প্রথম সিদ্ধান্ত নেয় বামেরা।
আরও পড়ুন-করোনার তৃতীয় মিউটেড স্ট্রেইন ঢুকে পড়ল বাংলায়!
উল্লেখ্য গত বছর সুজনবাবুর গাড়ির চালক করোনায় আক্রান্ত হওয়ার পর, তিনি নিজে ৭ দিনের জন্য হোম কোয়ারান্টিনে ছিলেন। সেই সময় অবশ্য তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ ছিল। চলতি নির্বাচন পর্বে ভিন্ন দলের বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছেন এবং কয়েকজন মারাও গিয়েছেন, তাঁদের মধ্যে সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক এবং জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী। সেই কারণে দুই কেন্দ্রে পিছিয়ে গিয়েছে ভোটগ্রহণ। বীরভূম জেলার মুরারইয়ের বিদায়ী বিধায়ক আব্দুর রহমানেরও মৃত্যু হয়েছে কোভিডে।