Breaking News

নেতাদের পায়ে শেকল, শীতলকুচিতে আগামী ৭২ ঘণ্টা প্রবেশ নিষেধ রাজনৈতিক নেতা-নেত্রীদের

অর্বিট নিউজ- চতুর্থ দফা নির্বাচনকে কেন্দ্র করে শনিবার রণক্ষেত্র হয়ে ওঠে কোচবিহারের শীতলকুচি। সিআরপিএফের গুলিতে মৃত্যু হয় ৪ জনের। এর পরেই পুনরায় রাজনৈতিক চাপান উতোর শুরু হয় দিনভর।

শনিবার ভোটপর্ব চলাকালীন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহতদের সামনে রেখে সুর চড়াতে শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, কেন্দ্রীয় স্বার্ষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে খুন করিয়েছে। অন্যদিকে, শিলিগুড়ি ও কৃষ্ণনগর জনসভায় নরেন্দ্র মোদী দাবি করেন, নির্বাচন পর্ব চলার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকার উস্কানি মূলক মন্তব্য করে এসেছেন।

বেশ কয়েক দফা তিনি বিজেপি নেতৃত্বকে আক্রমণ শানিয়েছে এমনকী কেন্দ্রীয় বাহিনীকেও আক্রমণ করতে ছাড়েননি। নির্বিঘ্নে ভোটের পরিবর্তে হাতা খুন্তি নিয়ে প্রতিরোধ করার পরামর্শ দিয়ে এসেছিলেন।

শনিবার চতুর্থ দফাতেই এমন একটি ঘটনা ঘটায়, বিপাকে পড়ে নির্বাচন কমিশনও। এমন ধরণের ঘটনা যে ঘটতে চলেছে, তার সামান্য আঁচও করতে পারেনি কমিশনের পর্যবেক্ষকরা। নির্বাচন পর্বের শুরুতে প্রথম দফার ভোটের পরেই কমিশন অবশ্য জানিয়েদিয়েছিল, প্রয়োজনে গুলি চালাতে পারে কেন্দ্রীয় বাহিনী। শনিবার বাস্তবে সেই ছবিই ধরা পড়ল।

অন্যদিকে, শীতলকুচিতে মৃত্যুর ঘটনার পর, বাম-তৃণমূল দুপক্ষই মাইলেজ তুলতে ময়দানে। তৃণমূলনেত্রী ঘোষণা করে দিয়েছেন, তিনি শীতলকুচিতে রবিবার যাচ্ছেন। অন্যদিকে, সিপিএমের তরফে সুজন চক্রবর্তীও জানিয়েছেন, তারাও নিহতদের পরিবারের পাশে থাকতে চান, তাই তারাও যাবেন।

এই পরিস্থিতিতে, কড়া পদক্ষেপ করল কমিশন। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ৭২ ঘণ্টা শীতলকুচিতে কোনও দলের নেতানেত্রী যেতে পারবেন না। নির্বাচন কমিশনের আশঙ্কা, উত্তপ্ত পরিস্থিতির মধ্যে নেতানেত্রীরা ঘটনাস্থলে পৌঁছলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও বিগড়বে।

আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যান

About Orbit News

Check Also

নিজস্ব ইতিহাস হারিয়ে বাঙালির কাছে কেন হয়ে উঠল ‘গ্রান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল’

স্বাতী চট্টোপাধ্যায়ঃ– আমাদের মতো সস্তা শহুরে বাঙালিদের ফ্যান্টাসি অসাধারণ। বিশ্ব দরবারে বাঙালি শ্রেষ্ঠ হলেও, ইংরেজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!