অর্বিট ডেস্ক– সুপ্রিম কোর্টের নিয়োজিত তিন সদস্যের কমিটি বুধবার জমি সংশোধন আইন সংক্রান্ত রিপোর্ট পেশ করলো।
দেশের করোনা আবহের মধ্যেই জমি সংশোধনী বিল পাস করে কেন্দ্র সরকার। আর এই আইনের বিরুদ্ধেই পথে নামে দেশের ৮৫টি কৃষক সংগঠন। দফায় দফায় আলোচনা, আন্দোলনের পরেও কেন্দ্র নিজেদের অবস্থানে অনড় ছিল। আর তার জেরেই, দিল্লিতে বৃহত্তর আন্দোলনে নামে কৃষক সংগঠনগুলি।
অতি সম্প্রতি কয়েকটি কৃষক সংগঠন দিল্লির লালকেল্লায় ট্রাক্টর আন্দোলন করে। ভারতের পতাকা সরিয়ে নিজেদের আন্দোলনের পতাকা লাগিয়ে দেয়। এবং পুলিশের উপর হামলা চালানো হয়, ভাঙচুর করা হয়। কৃষক সংগঠনের মধ্যেই এই আন্দোলনের ধারাকে কেন্দ্র করে বিভাজন শুরু হয়। বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত।
বিষয়টি শীর্ষ আলাদতের দৃষ্টিতে আনার পরেই আইনটিকে খতিয়ে দেখতে তিন সদস্যে কমিটি তৈরি করা হয়। গত ১২ জানুয়ারি এই আইনের প্রয়োগের উপর স্থগিতাদেশ জারি করে শীর্ষ আদালত। এবং একটি কমিটি গঠন করে দু মাসের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দওয়া হয়।