হাওড়ার শিবপুরের বাসিন্দা ছিলেন রাজেন পাকড়াশি। অবসরপ্রাপ্ত কলেজের অধ্যাপক। বাড়িতে একাই থাকতেন। সম্প্রতি তিনি বিদেশ ভ্রমণ করে ফেরেন। ইজিপ্ট, ইজরায়েল, জর্ডন। একদিন আচমকা তিনি উধাও হয়ে গেলেন। তাঁর বাড়িতে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো এক মহিলা। তাঁর দাবি, রাজেনবাবু তাঁকে বাড়ি বিক্রি করেছেন। এমন একটা ঘটনা অথচ পাড়ার কেউই জানতে পারলেন না। একদিন গভীর রাতে এক প্রতিবেশী দেখলেন, ওই বাড়িতেই রয়েছেন রাজেনবাবু ওই মহিলার সঙ্গে। অথচ দিনের আলোয় রাজেনবাবুকে দেখতেই পাওয়া যায় না। রহস্য কি!
Tags Midnight Suspense Suspense story Travel Tv Bangla
Check Also
ঠোঙা একটি এলোমেলো সফরের কাহিনি
পূর্ণেন্দু ব্যানার্জি- জীবনে কিছু কিছু ঘটনা ঘটে যার ব্যাখ্যা হয়তো বিজ্ঞান বা যুক্তিশাস্ত্রের কাছে থাকে …