Breaking News

আমরা যাচ্ছি রাজস্থান, দেখে নিন পুরো সফরসূচি, আর কী কী থাকছে

জয়পুর আজমেঢ় চিতোর, পুষ্কর, উদয়পুর, মাউন্ট আবু জয়শলমীর, যোধপুর
১৪ দিন ১৩ রাত জনপ্রতি খরচ ২১, ৭৫০ টাকা (ট্রেন টিকিট অতিরিক্ত)

আমাদের যাত্রা ৪ জানুয়ারি ২০২৪ ফেরা ১৭ জানুয়ারি

৪-১-২৪ বৃহস্পতিবার ১ দিন হাওড়া/কলকাতা থেকে দুপুরে ট্রেন ট্রেন জার্নি

৫-১-২৪ শুক্রবার ২ দিন ট্রেন বিকেলে জয়পুর পৌঁছনো, হোটেলে বিশ্রাম রাত্রিবাস। জয়পুর

৬-১-২৪ শনিবার ৩ দিন দেখা যন্তরমন্তর, হাওয়া মহল, আমের ফোর্ট, সিটি প্যালেস, রাত্রিবাস জয়পুর

৭-১-২৪ রবিবার ৪ দিন জয়পুর থেকে পুষ্কর রওনা, দেখে নেওয়া মইনুদ্দিন চিস্তি, ব্রহ্মা মন্দির- রাত্রিবাস পুষ্কর

৮-১-২৪ সোমবার ৫ দিন পুষ্কর থেকে রওনা উদয়পুরের উদ্দেশে পথে দেখে নেওয়া চিতোরগড় রাত্রিবাস উদয়পুর

৯-১-২৪ মঙ্গলবার ৬ দিন উদয়পুর সিটি প্যালেস মোতি মাগরি, সহেলি কি বাড়ি রাত্রিবাস উদয়পুর

১০-১-২৪ বুধবার ৭ দিন উদয়পুর থেকে মাউন্ট আবুর উদ্দেশে রওনা ভায়া হলদিঘাটি। রাত্রিবাস মাউন্ট আবু

১১-১-২৪ বৃহস্পতিবার ৮ দিন মাউন্ট আবু, দিলওয়াড়া মন্দির, নাক্কি লেক, সানসেট পয়েন্ট। রাত্রিবাস মাউন্ট আবু

১২-১-২৪ শুক্রবার ৯ দিন মাউন্ট আবু থেকে জয়শলমীর, রাত্রিবাস জয়শলমীরে

১৩-১-২৪ শনিবার ১০ দিন জয়শলমীর বেড়ানো, সাম ডিউন, রাত্রিবাস জয়শলমীরে

১৪-১-২৪ রবিবার ১১ দিন জয়শলমীর থেকে যোধপুর, রাত্রিবাস যোধপুরে

১৫-১-২৪ সোমবার ১২ দিন যোধপুরে দেখে নেওয়া উমেদ ভবন, মেহেরণগড় ফোর্ট, রাতে ট্রেন

১৬-১-২৪ মঙ্গলবার ১৩ দিন ট্রেন

১৭-১-২৪ বুধবার ১৪ দিন ভোরে হাওড়া পৌঁছান

প্যাকেজে যুক্ত থাকছে

হোটেল থ্রি স্টার স্যান্ডার্ড নন এসি, তিনবেলা খাবার, ট্রান্সপোর্ট

প্যাকেজে থাকছে না

ট্রেনের টিকিট
ট্রেনের খাবার
অতিরিক্ত খাবার এবং পানীয়, লন্ড্রি, ফোনের খরচ, চিকিৎসার খরচ, কুলি, টিপ্স
যে কোনও পর্যটন কেন্দ্রে এন্ট্রি ফি, ক্যামেরা, ভিডিও ক্যামেরা চার্জ ইত্যাদি
স্যাম ডিউনে লাক্সারি টেন্টে থাকার খরচ (*এখানে থাকতে চাইলে নিজস্ব খরচে থাকতে হবে, প্যাকেজ থেকে কোনও রকম খরচ বিয়োগ হবে না)

** সদস্য ছাড় ৩০০ টাকা। গোল্ডেন কার্ড সদস্য ছাড় ৫৫০ টাকা ছাড়। গিফ্ট ও প্রাইজ লিস্টে এন্ট্রির জন্য উল্লেখিত সময়ের মধ্যে বুকিং করুন। এবং কুপন কোড TWB6532 অবশ্যই উল্লেখ করুন। একটি পরিবারের জন্য একটি কুপন কোড।

আমাদের ভ্রমণ সংক্রান্ত নানা খবরখাবর পড়তে ভ্রমণ বিভাগ দেখুন

(কুপন কোডের ক্ষেত্রে ২০০ টাকা থেকে ৫০০০টাকা মূল্যের ক্যাশব্যাক অথবা গিফ্ট প্রাইজ)

কুপন কোড নিয়ে বুকিংয়ের শেষে তারিখ ৩০-০৯-২৩ রাত ১০টা

যোগাযোগ- 9073503958

নিয়মাবলী

) দূরপাল্লা যাত্রার রেলের টিকিট ওপেন হয় ১২০ দিন আগে। ফলে নিশ্চিত টিকিটে আসন পেতে ১২০ দিন আগেই বুকিং করতে হবে ৫০০০ টাকা এবং ট্রেনের টিকিটের ভাড়া দিয়ে (চাইলে নিজেরা টিকিট কেটে নিতে পারেন)। তবে সফরের বুকিং মানি দিলেই যাত্রার আসন সংরক্ষিত হবে।

) ১২০ দিন আগে ৫০০০ টাকা সঙ্গে ট্রেনের টিকিট বুকিংজার্নি ডেটের ৯০-৮৫ দিনে আগে ৫০০০ টাকা। এবং যাত্রার ৭ দিন আগে বাকি টাকা প্রদান করতে হবে। বুকিঙের পর ১২০ থেকে ৯০ দিনের মধ্যে বুকিং ক্যান্সেল করলে ৩০০০ টাকা কাটা যাবে সঙ্গে ট্রেনের টিকিটে বাতিল মূল্য। তবে কোনও যাত্রীর পরিবর্তে অন্য কোনও যাত্রী গেলে বাতিল মূল্য পুরো ফেরৎ দেওয়া হবে। রেলের নিয়মানুসারে ট্রেনের টিকিটের বাতিল মূল্য ফেরৎ হবে না। ৯০-৮৫ দিনের মধ্যে দ্বিতীয় কিস্তি ৫০০০ টাকা প্রদান না করলে, ধরে নেওয়া হবে যাত্রী যাত্রা বাতিল করছেন। সেক্ষেত্রে কোনও অর্থ ফেরৎযোগ্য নয় (ট্রেনের টিকিট ছাড়া*)যদিও কোনও অসুবিধা থাকলে ৮৫-৮০ দিনের মধ্যে প্রদেয় অর্থ দিলে ২৫০ টাকা অতিরিক্ত দিতে হবে।

) প্রত্যেক যাত্রীকে ২২ ইঞ্চি ট্রাভেল ট্রলি ব্যাগ নিতে হবে।

) রাজনৈতিক, প্রাকৃতিক, সরকারি বিধি নিষেধ অনুসারে সফরের রুট পরিবর্তন হতে পারে। রাজনৈতিক, প্রাকৃতিক প্রতিকূল পরিস্থিতি ট্রেন বাতিল বলে, পরবর্তী ট্যুর এক বছরের মধ্যে সম্পন্ন করে দেওয়া হবে। সেক্ষেত্রে ট্রেনের টিকিটের মূল্য অতিরিক্ত লাগবে।

) আমাদের তরফে কোনও পরিকল্পিত ট্যুর অনিবার্য কারণ বশত বাতিল করা হলে প্যেকেজের পুরো মূল্য ফেরৎ দেওয়া হবে। তবে ট্রেনের বা ফ্লাইটের টিকিট মূল্য রেল ও বিমানসংস্থার নিয়মানুসারে ধার্য হবে।

) ১-৫ বছরের শিশুদের মধ্যে হলে ফ্রি, ৫-১১ বছরের শিশুদের ক্ষেত্রে প্যাকেজের ৭০ শতাংশ ১১ বছরের ঊর্ধ্বে পুরো প্যাকেজ মূল্য প্রদান করতে হবে।

) কেবল মাত্র সরকারী ভাবে শারিরীক প্রতিবন্ধী ও 70 উর্ধ বয়স্কদের ক্ষেত্রে গাড়ীতে সামনের দিকে সীট ও হোটেলে গ্রাউন্ডফ্লোর বা প্রথমতলে হোটেল রুম ব্যাবস্থা চেষ্টা করা হবে ।

) ২০ জনের ঊর্ধ্বে গ্রুপ হলে তবে কলকাতা থেকে কুক নিয়ে যাওয়া হয়ে থাকে। নয়তো সফরে স্থানীয় হোটেল বা রেস্তরাঁ থেকে খাবারের বন্দবোস্ত করা হবে।

) কারও কোনও খাবারে এলার্জি থাকলে তা আগাম কর্তৃপক্ষকে জানিয়ে রাখতে হবে। সফর অনুসারে হোটেলের রুম অ্যালটমেন্ট লটারির মাধ্যমে করা হতে পারে।

১০) পরিবেশ, পরিস্থিতি বিচার করে নিয়মাবলীতে পরিবর্তন, পরিমার্জন, পরিবর্ধন করা হতে পারে।

আমাদের অফার

) আমাদের সফরে যাঁরা গিয়ে থাকেন, তারা ভিন্ন সময়ে নানা পুরস্কার, গিফ্ট, ক্যাশব্যাক অফার পেয়ে থাকে। বড় অনলাইন মার্কেট প্লেস যেমন Flipkart, Amazon, Snapdeal এমন সংস্থার থেকে নিশ্চিত গিফ্ট* পেতে পারেন। তবে এটি সফরের নির্দিষ্ট সময়ের মধ্যে যাঁরা বুকিং করেন, তাঁরাই এই অফারের লাভ পেতে পারেন।
প্রতি সফরে থাকছে স্পন্সর গিফ্ট বা ৫০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক প্রাইজ* বুকিঙের সময় একটি কুপন দেওয়া হবে। যাঁরা অনলাইনে বুকিং করবেন, তাঁদের বাড়িতে ক্যুরিয়রে পাঠিয়ে দেওয়া হবে।
২) সদস্যদের ছাড় ২০০টাকা+ ফ্রি মেম্বারশিপ কার্ড

আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যান

About Orbit News

Check Also

শীতের মরসুমে বাড়িতেই বানান, নলেন গুড়ের অমৃত পাতুড়ি

তমালী মজুমদার-হিমেল হাওয়া ও হালকা কুয়াশায় এখন শীতের আমেজ চলছে।জাঁকিয়ে শীত না পড়লেও, শীতের আমেজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!