Breaking News

বঙ্গবিজয়ের লক্ষ্যে বাংলায় আসছেন রাহুল, বিবাদ মিটিয়ে লক্ষ্য জোট

অর্বিট ডেস্ক– কিছুটা পরে হলেও বঙ্গ রাজনীতির ময়দানে শেষ ছক্কা হাঁকাতে আসতে চলেছেন রাহুল গান্ধী।

নির্বাচন ঘোষণার আগে থেকে সংযুক্ত মোর্চায় আব্বাস সিদ্দিকিকে বঙ্গ কংগ্রেসের একটা বিরোধ ছিল। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের জেরে পিছু হঠতে হয় বঙ্গ কংগ্রেসকে। পশ্চিমবঙ্গে মোট আট দফা ভোট অর্ধেক পার হয়ে গিয়েছে। বাম-কংগ্রেস এবং আই এসএফের নির্বাচনী প্রচারে একটু ভিন্ন ছবি দেখে গিয়েছে।

সংযুক্ত মোর্চায় যেখানে আইেসএফের হয়ে যুব মুখ ময়দান কাঁপিয়ে বেড়াচ্ছে, তেমনই। বামেদের ক্ষেত্রে, মিনাক্ষী, শতরূপ, সৃজন, দীপ্সিতারা আপ্রাণ লড়াই চালিয়ে যাচ্ছেন। সেই জায়গায় দেখলে কংগ্রেসের তরফে বাংলায় যুবমুখ প্রায় নেই বললেই চলে।

আর সেই মুখ পূরণ করতেই এবার মায়দানে আসতে চলেছেন রাহুল গান্ধী। পঞ্চম দফা ভোটের আগে উত্তর দিনাজপুরে গোয়ালপোখর এবং দার্জিলিঙের মাটিগাড়া-নকশালবাড়িতে মোট দুটি জনসভা করার কথা আছে।

কেরলে ওয়ানাদ থেকে লোকসভায় জয়ী হয়েছেন তিনি। চলতি বিধানসভা ভোটে দক্ষিণে নির্বাচনী প্রচারে বেশি সময় দিয়েছেন। সেখানে বিরোধীপক্ষ বামেদেরই আক্রমণ শানিয়েছেন। কিন্তু এ রাজ্যে বামেদের সঙ্গে জোট রয়েছে কংগ্রেসের।

এখন দেখার এ রাজ্যে বাম-কংগ্রেস ছাড়াও তৃণমূল কংগ্রেসকে নিয়ে কী বক্তব্য রাখেন সেটাই দেখার।

আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যান

About Orbit News

Check Also

খুব সহজে আমেরিকার নাগরিক হওয়ার পথ ‘ডঙ্কি রুট’- এক অজানা কাহিনি

পূর্ণেন্দু ব্যানার্জি- আমেরিকা, স্বপ্নের দেশ। একবার পৌঁছতে পারলেই একটা জীবন পরিপূর্ণ। অর্থ, আভিজাত্য, বৈভব, সামাজিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!