অর্বিট ডেস্ক- অক্সিজেনের উত্পাদন বাড়াতে শীর্ষ স্তরের আধিকারিকদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং কত দ্রুত গতিতে দেশের সমস্ত রাজ্যে অক্সিজেনের সঙ্কট মেটানো যায় তার জন্য জরুরি সমস্তরকম পদক্ষেপ করতে।
মঙ্গলবারই দিল্লির ভয়াবহ ছবি সামনে আসে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কেন্দ্রের কাছে অক্সিজেনের কোটা বাড়ানোর আবেদন করেছিল। পাশাপাশি দিল্লি হাইকোর্টও কেন্দ্রকে নির্দেশ দেয় অবিলম্বে দিল্লি অক্সিজেন সঙ্কট মেটাতে পদক্ষেপ করতে হবে। ২৪ ঘণ্টার মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন, তাঁদের আবেদনের পরেই কেন্দ্রের তরফে যথেষ্ট সহযোগিতা পাওয়া গিয়েছে। তার পরেও দৈনিক করোনা আক্রমণের হার যে হারে বাড়ছে, তাতে উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্যমহল।
আরও পড়ুন- অক্সিজেন সঙ্কট কাটাতে সাত দফা দাওয়াই
দেরীতে হলেও, দ্রুত পদক্ষেপ করেছে কেন্দ্র। এদিন নরেন্দ্র মোদীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক করা হয়। সেখানে প্রধানমন্ত্রী সাফ নির্দেশ দেন। সমস্ত রাজ্যে দ্রুততার সঙ্গে অক্সিজেন যাতে পৌঁছয় তার ব্যবস্থা করতে হবে। যুদ্ধকালীন তত্পরতায় নির্দেশিকা তৈরি করতে হবে। এবং জেলা স্তরে স্থানীয় প্রশাসনকে কড়া হাতে দায়িত্ব পালন করতে হবে।
বর্তমানে করোনা পরিস্থিতির জেরে ২০টি রাজ্য থেকে দৈনিক ৬৭৮৫ মেট্রি টন অক্সিজেনের চাহিদা রয়েছে। ২১ এপ্রিল থেকে কেন্দ্র সেই রাজ্যগুলিকে ৬৮২২ মেট্রিক টন করে অক্সিজেন বরাদ্দ করেছে।
এদিনের বৈঠকে উপস্থিত ছিল প্রধানমন্ত্রীর ক্যাবিনেট সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি, ফার্মাসিউটিক্যাল, বাণিজ্য ও শিল্পমন্ত্রক, সড়ক ও পরিবহণ দফতরের আধিকারিকেরা।