অর্বিট ডেস্ক- করোনায় লাগামছাড়া আক্রান্তের চিত্র ক্রমেই দিল্লির ভয়াবহ হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় দেখা গিয়েছে, ৮৬ হাজার জনের পরীক্ষা হয়েছে, তার মধ্যে ২৮ হাজার আক্রান্ত।
সারা দেশের তুলনায় খাস রাজধানীর বুকে হুহু করে বাড়ছে করোনা আক্রান্তের ছবি। দ্বিনীত দফার ঢেউয়ে কার্যত নিরুপায় হয়েই, ৬ দিনের জন্য লক ডাউনের সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। এর ফলে পুনরায় বিপাকে পড়বেন খেটে খাওয়া সাধারণ নিম্ন ও নিম্ন মধ্যবিত্তের মানুষ। গত ১৯ এপ্রিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল লক ডাউনের কথা ঘোষণা করেন। ঠিক তার পরের দিন, দিল্লির হাসপাতাল গুলিতে কত অক্সিজেন মজুত রয়েছে তা প্রকাশ করেন।
তালিকা অনুসারে যে চিত্র বেরিয়ে এসেছে তা ভয়াবহ। দিল্লি সরকার, কেন্দ্রের কাছে অক্সিজেনের কোটা বাড়ানোর জন্য আবেদন করে এসেছে। কিন্তু তাতে কর্ণপাত করেনি বলে অভিযোগ। অগত্যা দিল্লি হাইকোর্টের কাছে আবেদন করা হয়। বিষয়টি উচ্চ আদালতের নজরে আসার পরেই কেন্দ্রকে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে।
অরবিন্দ কেজরিওয়াল বেশ কয়েকটি হাসপাতালের তালিকা প্রকাশ করে জানিয়েছেন, সেই সব হাসপাতালে মাত্র কয়েক ঘণ্টার অক্সিজেন রয়েছে। দাবি জানানো হয়েছে, শিল্পক্ষেত্রে কেন্দ্র যে অক্সিজেনের কোটা দিয়ে থাকে তা কাটছাঁট করে দেওয়া হোক।
দিল্লিতে কোন হাসপাতালে কত অক্সিজেন রয়েছে
Oxygen stock remaining in major government hospital-
DDU Hospital – 12 hours
Burari Hospital – 8 hours
Ambedkar Hospital – 24 hours
Acharya Bhikshu Hospital – 10-12 hours
Deep Chand Bandhu Hospital – 8 hours
Sanjay Gandhi Hospital – 12 hours
LNJP Hospital – 12 hours
Baba Saheb Ambedkar Hospital – 8-10 hours
Oxygen stock remaining in major private hospital-
BL Kapoor – 8-10 hours
Batra Hospital – 8-9 hours
Venkateshwara Hospital – 4 hours
Stephens – 12-15 hours
Gangaram Hospital – 16-18 hours
Holy Family – 24 hours
Max Patparganj – 8-10 hours
Balaji – 48 hours
Mr. Agrasen – 48 hours
Maharaja Agrasen – 5 hours