Breaking News
Mamta-Banerjee-Nandigram

কলকাতায় আর মমতার নির্বাচনী প্রচার নয়, জানালেন ডেরেক

অর্বিট ডেস্ক- রাজ্যে করোনা পরিস্থিতি ক্রমেই বেহাল হচ্ছে। করোনার কারণে, বড় জনসভা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছিল বামেরা। পরে কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধী এ রাজ্যে নির্বাচনী প্রচারে এসেও, পরের কিছু সভা বাতিল করেন। এবার সেই পথেই হাঁটল তৃণমূল।

শনিবার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডেরেক ও ব্রায়েন ট্যুইটে জানান, মমতা বন্দ্যোপাধ্যায় আর কোনও বড় সভা কলকাতায় করবেন না। ২৬ এপ্রিল কেবলমাত্র একটি প্রতীকি বৈঠক করেন তিনি। দলের তরফে প্রতিটি জেলায় মাত্র ৩০ মিনিটের জন্য সভার সময় বেঁধে দেওয়া হয়েছে।

আরও পড়ুন- করোনা পরিস্থিতিতে মোদীর নির্বাচনী প্রচার, তীব্র আক্রমণ বিরোধী দলের নেতাদের

উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে মাথায় রেখে নিরাবচন কমিশন, সভা সমাবেশের উপর বেশ কিছু বিধি নিষেধ আরোপ করেছে। বাকি তিন দফার নির্বাচনকে যাতে এক দফায় আনা যায়, তার জন্য সর্বদল বৈঠকও ডাকা হয়। যদিও সেই প্রস্তাব খারিজ করে কমিশন। জানানো হয় পর্যাপ্ত বাহিনী না থাকার ফলেই তিন দফাকে এক দফায় আনা সম্ভব নয়।

আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যান

About Orbit News

Check Also

হাওড়ার শ্রমিক আন্দোলনের ইতিহাস, এক স্বর্ণময় অধ্যায়, বর্তমানে স্বপ্নের অতীত

অর্বিট ডেস্ক– হাওড়া শহরে একটা সময়ে দুরন্ত বেগে শ্রমিক আন্দোলন গড়ে উঠেছিল। রেলওয়ে প্রতিষ্ঠার পর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!