অর্বিট ডেস্ক- দিনের পর দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার দ্বিতীয় ঢেউ। পরিস্থিতি গম্ভীর হচ্ছে এ রাজ্যেও। একদিকে নির্বাচন, অন্যদিকে করোনার উদ্বেগজনক পরিস্থিতি কার্যত সাঁড়াশি আক্রমণে মধ্যে স্বাস্থ্য ব্যবস্থা।
মমতা বন্দ্যোপাধ্যায় ট্যাইটে জানিয়েছেন, ‘করোনা মোকাবিলায় সবরকমের পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। রাজ্যবাসীকে রক্ষা করাই সরকারের প্রাথমিক লক্ষ্য। প্রধআনমন্ত্রীর কাছ থেকে আরও ওষুধ ও ভ্যাকসিন চাওয়া হয়েছে। করোনা মোকাবিলায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। দুপুর ২ টোয় মুখ্যসচিব সাংবাদিক বৈঠক করবেন।
গত মাসের শুরু থেকেই করোনার দ্বিতীয় ঢেউ ভয়ঙ্কর রূপ নিচ্ছে, তা জানিয়ে দিয়েছিল। মহারাষ্ট্র, দিল্লিসহ বেশ কয়েক রাজ্যের পরিস্থিতি অত্যন্ত সংকটজন। এদিকে ভ্যাক্সিন নিয়ে একটা সংকট তৈরি হতে দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বাড়তি ভ্যাক্সিন পাঠানোর আবেদন করেছেন।
সংক্রমণ ঠেকাতে রাজ্য কী ব্যবস্থা নিচ্ছে, এই প্রশ্ন তুলে ট্য়ুইট করেছেন রাজ্যপাল। তিনি মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলবও করেছেন। তাঁর ট্যুইটে মুখ্যসচিব, স্বাস্থ্যসচিবসহ একাধিক পদস্থ আধিকারিকদের ভার্চুয়াল বৈঠকের আহ্বান করেছেন।