অর্বিট ডেস্ক- শ্বাসকষ্ট জনিত অসুস্থতার কারণে কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্রকে হাসপাতালে ভর্তি করানো হল। পঞ্চম দফার ভোটের পরেই অসুস্থ হন তিনি। বুধবার শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখা দেওয়ায়, তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।
রাজ্যে নির্বাচনের দিন ঘোষণার পর থেকে তৃণমূলের হয়ে কার্যত স্টাইকার হয়ে প্রচারে নামেন মদন মিত্র। চতুর্থ দফা পর্যন্তও বেশ খোজ মেজাজে দেখা গিয়েছিল তাঁকে। পঞ্চম দফায় ছিল তাঁর নিজের কেন্দ্রে ভোট। সেই পর্ব মেটার পরেই বিকেলে তিনি অসুস্থ হন। সেদিনই তাঁকে পার্টি অফিসে অক্সিজেন দেওয়া হয়।
প্রথম দিকে ডাক্তারেরা তাঁকে পরীক্ষা করে জানিয়েছিলেন, শ্বাস কষ্ট ও গ্যাসট্রিকের সমস্যা রয়েছে, তবে হাসপাতালে ভর্তি করানোর মতো পরিস্থিতি ছিল না। এই ঘটনার ঠিক চার দিন কাটার পর, ফের শ্বাস কষ্ট নিয়ে সমস্যা পড়েন, ফলে হাসপাতালে ভর্তি করানো হয়।
সূত্রের খবর, তাঁর কোভিড টেস্ট করানো হবে, রিপোর্ট পজিটিভ হলে সেই মতো ব্যবস্থা নেওয়া হবে। তবে অসুস্থ মদন মিত্রকে বাড়তি পর্যবেক্ষণে রাখা হয়েছে।