Breaking News

কীভাবে সারবেন এক দুর্দান্ত ভিয়েতনাম সফর, রইল সাত দিনের ট্যুর প্ল্যান

অর্বিট ডেস্ক- কোভিডের পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হচ্ছে। আবার উন্মুক্ত হচ্ছে গোটা বিশ্ব। অনেকেই এখন থেকে সফর পরিকল্পনা সারছেন। হাতে অর্থ ও সময় কম থাকলে অবশ্যই তালিকায় রাখতে পারেন ভিয়েতনামকে। ভিয়েতনাম দেখতে হলে পুরো দেশটাই ভালো করে দেখা যায়, তবে সময় অনেক লাগবে। তাই বহু পর্যটক দেখেন উত্তর ও দক্ষিণ ভিয়েতনামকে। উত্তর ভিয়েতনামে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের অপার ডালি।

আর দক্ষিণ ভিয়েতনামে রয়েছে বিখ্যাত ভিয়েতনাম যুদ্ধের ইতিহাসের নানা স্মারক। সেই সময় ভিয়েতনামের গেরিলা বাহিনি যেভাবে আমেরিকান সেনাকে পর্যুদস্ত করেছিল তা সবার জানা। প্রায় চার দশক ধরে চলেছিল যুদ্ধ। গেরিলাদের আস্তানা চু টু টানেল আজও সেই স্মৃতি বহন করে। তাই সব ধরণের পাঠক ও পর্যটকদের কথা মাথায় রেখেই, সাজানো হল উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের বাছাই জায়গা কে ঘিরে সফরসূচি।

হানোই শহর- ভিয়েতনাম

***১ দিন। হানোই এয়ার পোর্টে পৌঁছে সোজা হোটেলে, রিল্যক্স হয়ে হেঁটে আশে পাশের এলাকা দেখে নিতে পারেন অথবা দেখে নিতে পারেন ওয়াটার পাপেট শো।

***২ দিন। এদিন বেরিয়ে পড়ুন নিহ বিন, হাও লু-ট্যাম কক-প্যাঙ মাও। সকাল ৭টা থেকে ৮টার মধ্যে বেরিয়ে পড়ুন ট্যাম ককের উদ্দেশে। সকাল ৯টা থেকে ১০টার মধ্যে ঘুরে দেখে নিন গো ডং নদীতে তিনটি গুহা। সকাল ১১ টা থেকে ১১.৩০ পর্যন্ত দেখে নিন ট্যামককের আশে পাশে অঞ্চল। দুপুর ১২টা নাগাদ সেরে নিন লাঞ্চ। দুপুর ১টা নাগাদ বেরিয়ে পড়ুন, ভিয়েতনামের প্রাচীন রাজধানী হাও লু দেখতে। দেখুন ডিন কিং টেম্পল, লে কিং টেম্পল।

দুপুর ২টো নাগাদ বেরিয়ে পড়ুন, মাও কেভ দেখতে। প্রায় ৫০০ সিঁড়ি উপরে উঠতে হবে। এখান থেকে আপনি পুরো প্যানারোমিক ভিউ পাবেন পুরো ট্যাম ককের। যা দেখে আপনার মনে হতে বাধ্য যেন কোনও স্বপ্নপুরী এসে গিয়েছেন। বিকেল ৪টে নাগাদ গাড়ি ধরে ফিরে আসুন হোটেলের উদ্দেশে।

দা নাঙে, গোল্ডেন ব্রিজ

***৩ দিন। এদিন সকালে ৮টায় ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ুন হালং বে-র উদ্দেশে। প্রায় সাড়ে তিন ঘণ্টার পথ। হাতে ক্যামেরা অবশ্যই রেডি রাখুন। দুপুর সাড়ে বারোটা নাগাদ পৌঁছন তুয়ান চাও মারিনা। উঠে পড়ুন ক্রুজে। নিজের কেবিন দখল করে জিরিয়ে নিন।

জলপথে ভ্রমণ, দুপুরে দেখে নিন হাং সাং স্পট, এটি এক অত্যাশ্চর্য গুহা। গুহা দেখে পৌঁছে যান টিলপ আইল্যান্ড। পারলে এই দ্বীপে সাঁতার কাটুন বা জলক্রীড়ায় অংশ নিতে পারেন। আর সময় সুযোগ করতে পারলে, দ্বীপের চুড়োয় উঠে যান, দেখে নিন পুরো হালং বে-কে পাখির চোখে।

সন্ধে নামার আগে পৌঁছে যান, সানডেক সানসেট ভিউ পয়েন্টে। সাক্ষী থাকুন এক অসাধারণ ভিয়েতনাম সফরের সূর্যাস্তের। রাতে ক্রুজেই ভিয়েতনামি গান শুনুন, সিনেমা দেখুন সঙ্গে কিছু জলপানিও নিতে পারেন নিজের শরীর ও চাহিদা বুঝে।

হানোইয়ের কাছে একটি গ্রাম

***৪ দিন। এদিন সকালে উঠেই অংশ নিতে পারেন তাই চি-তে। এটি আসলে একটি শরীর চর্চার অনুষ্ঠান। যা লোক পরম্পরায় ভিয়েনামিরা করে থাকে। সকাল ৮টায় ব্রেকফাস্ট সেরে জল পথে চলে আসুন লুয়ান কেভ বা পাং লুয়ান গুহা দেখতে। নয়তো স্থানীয়দের বাঁশের তৈরি বোটে চেয়ে নদীর বুকে কায়াক করতে পারেন।

সকাল ৯টা নাগাদ চলে আসুন নিজের কেবিনে। রেস্ট নিন। সকাল ১০টা নাগাদ, চাইলে শিখে নিতে পারেন, ভিয়েতনামের রন্ধনী কৌশল। এবং স্থানীয় পদ। দুপুর বারোটা নাগাদ ক্রুজে চড়ে হানোইয়ের উদ্দেশে রওনা। বিকেল চারটে নাদাগ হানোইয়ে পৌঁছন। এবং এয়ারপোর্টের উদ্দেশে রওনা। গন্তব্য হো চি মিন সিটি বা সাইগন।

সাইগন বা হো চি মিন সিটি রাতের দৃশ্য

***৫ দিন। সকালেই ব্রেকফাস্ট সেরে ঘুরে দেখুন হো চি মিন সিটি। দেখে নিন, ডং কোই স্ট্রিট, অপেরা হাউস, টাউন হল, নোটরে ড্যাম ক্যাথিড্রাল, সেন্ট্রাল পোস্ট অফিস, ইন্ডিপেন্ডেন্ট প্যালেস। দুপুরের লাঞ্চ সেরে, বেরিয়ে পড়ুন হক মন জেলার বিখ্যাত চু চি টানেল দেখতে।

পৃথিবীর কুখ্যাত ভিয়েতনাম যুদ্ধের সময় এই টানেলই জয় ছিনিয়ে দিয়েছিল ভিয়াতনামীদের। টানেলের ভিতর ঢুকে অনুভব করুন, সেই সময় ভিয়েতনামের গেরিলা বাহিনী ঠিক কী ভাবে লুকিয়ে যুদ্ধ করে মার্কিনীদের নাস্তানাবুদ করেছিল। সন্ধে নাগাদ, হোটেলে ফিরে রাত্রিবাস।

****৬ দিন। এদিনের যাত্রা আর এক রোমাঞ্চকর ও চিরদিনের স্মৃতিতে থাকা সফর। মেকং ডেলটা। সকাল ৮টা নাগাদ ব্রেকফাস্ট সেরে রওনা কাই বি-র দিকে। পথে পড়বে টান আন শহর দেখে নিন। চারপাশে ধান ক্ষেত এক অসম্ভব দৃশ্যের রচনা করে।

সকাল ১০টা নাগাদ মোটর বোটে চেপে, ঘুরে দেখুন কাই বি ফ্লোটিং মার্কেট। অনুভব করুন, স্থানীয়দের জীবন যাত্রা। ছোট্ট একটি ক্যানেল পাস করে বোটে এগিয়ে চলুন আপার মেকং ডেলটার দিকে। ঘুরে দেখুন এলাকার গ্রাম।

ভিয়েতনাম যুদ্ধে ব্যবহৃত চুচু টানেল

পারলে কিনে নিন কিছু স্থানীয়দের হাতের তৈরি জিনিস, বা খাবার। এবার চলে আসুন বিন হাউ পোক গ্রামে, এই গ্রামকে বলা হয় ভিন লং শহরের সবুজ মুক্তো। যেখানে প্রকৃতিক সৌন্দর্য আপনাকে এক অনন্য জগতে নিয়ে যাবে। দুপুরের খাবার খেয়ে স্থানীয় লোক সঙ্গীত শুনুন। সময় করে দেখে নিন বনসাই গার্ডেন। সীর্যের আলো নেভার আগেই ফিরে আসুন হোটেলে।

***৭ দিন। সকালের ব্রেকফাস্ট সেরে চলে আসুন এয়ারপোর্টে। বিমান ধরে সোজা বাড়ি।

*****পুরো সফরে ঠিক কী খাবেন তার সাজেশন।****

ফো- (বিফ অথবা চিকেন নুডলস) বান চা-(নুডলের সঙ্গে গ্রাল্ড পোর্ক) বান মি-(ভিয়েতনামের ব্রেড) বান কুয়ান (স্টিম্ড রাইস প্যানকেক) বান সিও-(ফ্রায়েড রাইস প্যানকেক), নম-বো-খো (ড্রায়েড বিফের সঙ্গে পেপের স্যালাড), থিট সিয়েং নুয়াং-(স্ট্রিট পোর্ক বারবিকিউ), বান রাং নোগট (স্যুইট রাইস ডোনাট), চি- (ভিয়েতনামি ডেসার্ট) কা ফি ত্রুং (এগ কফি)।

বিঃদ্রঃ- কোভিডের জন্য বিদেশী ট্যুরিস্ট নেওয়া সাময়িক ভাবে বন্ধ ছিল। এখন বেশ কিছু পর্যটনস্থল খুলছে। যাঁদের ডবল ভ্যাক্সিন নেওয়া আছে তাঁরা যেতে পারেন। তবে ট্যুর প্ল্যান সাজানোর আগে ভিয়েতনাম ট্যুরিজিম সাইটে গিয়ে দেখে নেবেন, কোন কোন জায়গায় রেসট্রিক্টেড রয়েছে।

হোটেল বুকিং করতে পারেন www.booking.com www.agoda.com www.hostel.com কমদামি ফ্লাইট দেখতে হলে অবশ্যই ভিজিট করুন www.skyscanner.co.in www.wego.co.in

©Travelweekbazar +91 9073503958 email-travelweekbazar@gmail.com

আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যান

About Orbit News

Check Also

অফবিট বাঁকুড়া পুরুলিয়া মিলিয়ে কিছু অসাধারণ ট্যুর প্ল্যান

অনেকেই ছোট ছুটি পেলেই, ঝাড়া হাত পায়ে উইকএন্ডে বেরিয়ে পড়েন। দক্ষিণবঙ্গের উইকএন্ডের জায়গা বলতে পুরুলিয়া-বাঁকুড়া। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!