Breaking News

বাংলা সাহিত্যে নক্ষত্র পতন, প্রয়াত শঙ্খ ঘোষ, শোকের আবহ রাজ্যে

অর্বিট ডেস্ক- মারা গেলেন আধুনিক বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র শঙ্খ ঘোষ। গত সপ্তাহেই তিনি আক্রান্ত হন করোনায়। তিনি প্রথম থেকেই হোম আইসোলেশনে ছিলেন। পরিবারের তরফে জানানো হয়েছে, তাঁকে হাসপাতালে রাখার মতো পরিস্থিতি ছিল না। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।

পারিবারিক সূত্রের খবর, গতকাল রাতে আচমকা শারীরিক অবস্থার অবনতি হয়।আজ সকালে তাঁকে বাড়িতেই ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়। কিন্তু অবস্থার উন্নতি হয়নি।

কবি শঙ্খ ঘোষের আসল নাম চিত্তপ্রিয় ঘোষ। ১৯৩২ সালের ৫ ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন বাংলাদেশের চাঁদপুরে। তাঁর আদি বাড়ি বাংলাদেশের বরিশালে। তাঁর বেড়ে ওঠা পাবনায়। সেখানকার চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন। ১৯৫১ সালে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলায় স্নাতক, পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর।

যাদবপুর বিশ্ববিদ্যালয়, দিল্লি ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনাও করেন। তিনি ১৯৭৭ সালে নরসিংহদাস , সাহিত্য আকাদেমি পুরস্কার পান। ১৯৮৯ সালে রবীন্দ্র পুরস্কার ১৯৯৯ সালে দেশিকোত্তম, ২০১১ সালে পদ্মভূষণ, ২০১৬ সালে জ্ঞানপীঠ পুরস্কার পান।

আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যান

About Orbit News

Check Also

সন্তানসম্ভবা নারী বছরের প্রথম ১৫ দিন গ্রামে থাকেন না! বাংলার এমন এক আজব গ্রামের বিচিত্র প্রথা

পূর্ণেন্দু বন্দ্যোপাধ্যায়–  মানব কল্যাণ, সভ্যতা ও গোষ্ঠীকে বেঁধে রাখতেই এক সময় জন্ম নিয়েছিল প্রথা, সংস্কার। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!