Breaking News

কাশ্মীর সফরে গতি আসতে চলেছে বিশ্বের সর্বোচ্চ এই সেতুর জন্য

অর্বিট ডেস্ক- ভারতীয় রেলের মুকুটে জুড়ে গেল নতুন পালক। বিশ্বের সর্বোচ্চ সেতুর কাজ শেষ। আর আর এই বিস্ময়কর সেতুর জন্য কাশ্মীরে রেল পরিকাঠামোর মান কয়েকগুন বেড়ে গেল।

গত ৫ এপ্রিল এই ছেনাব রেল সেতুর কাজ সম্পূর্ণ হয়। এটি উধমপুর-শ্রীনগর বারামুলা রেল প্রকল্পের অন্তর্গত। সেতুটি নির্মাণের ক্ষেত্রে ইঞ্জিনিয়রদের বেশ কিছু জটিলতা ও প্রতিকুলতার মধ্যে যেতে হয়েছিল। এতো উঁচুতে এবং এতোটা আর্চের সেতু ভারতে আগে ছিল না । পুরোপুরি জার্মান প্রযুক্তিতে তৈরি হয়েছে এই রেল সেতু।

আরও পড়ুন- ছোট ছুটির খোঁজে ওডিশা

সেতুটি এক কিলোমিটার ৩০০ মিটার লম্বা। সেতুর বেস পুরো আর্চে রয়েছে। আর্চ স্প্যানটি ৪৮৫ মিটার। পাহাড়ের ঢালুর জন্য বেশ কিছু স্টিলের পিলার বসানো হয়েছে। সবচেয়ে বড় পিলারটি ১৩৩.৭ মিটার লম্বা। এই প্রকল্পের জন্য ২০ হাজার কোটি টাকা খরচ করা হয়েছে। তার মধ্যে সেতুর জন্যই খরচ পড়েছে ৫১২ কোটি টাকা। এই পথে সর্বোচ্চ গতি ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা নির্ধারণ করা হয়েছে।

আমাদের ফেসবুক পেজ ফলো করুন লেটেস্ট নিউজের আপডেট পেতে

আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যান

About Orbit News

Check Also

খুব সহজে আমেরিকার নাগরিক হওয়ার পথ ‘ডঙ্কি রুট’- এক অজানা কাহিনি

পূর্ণেন্দু ব্যানার্জি- আমেরিকা, স্বপ্নের দেশ। একবার পৌঁছতে পারলেই একটা জীবন পরিপূর্ণ। অর্থ, আভিজাত্য, বৈভব, সামাজিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!