Breaking News

আজব গ্রাম! এখানে প্রতি ঘরে জন্ম নেয় যমজ বাচ্ছা, অবাক বৈজ্ঞানিকরাও

অর্বিট ডেস্ক- আমাদের বিশ্বে এমন কিছু ঘটনা ঘটে যা অদ্ভুদ, অসাধারণ, অকল্পনীয়। একটি গ্রামে একটি বাড়িতে যমজ শিশু জন্ম নেওয়া বা দু তিনটি পরিবারে যমজ শিশু জন্ম নেওয়া তেমন কোনও বিস্ময়কর ঘটনা নয়। কিন্তু গ্রামের মধ্যে ৯০ শতাংশ পরিবারে যদি যমজ শিশু জন্ম নেয়! এবং সেটা চলে পরম্পরা ধরে তখন অবাক হতে হয় বৈকি।

তাহলে আসুন আমাদের প্রকৃতির এমন বিস্ময়কর ঘটনার সুলুক সন্ধান করা যাক। ভারতের কেরালা রাজ্যের একটি প্রত্যন্ত গ্রাম কোদিনি। এখানেই ঘটে চলেছে এমন বিস্ময়কর কাণ্ড। পরিসংখ্যান বলছে, এই গ্রামে ২ হাজার পরিবার রয়েছে, তার মধ্যে ২২০টি পরিবারে রয়েছে যমজ বাচ্ছা। ২০০৮ সালে ৩০০ মহিলা শিশুর জন্ম দেন, তার মধ্যে ১৫ জোড়া শিশুই ছিল যমজ।

কেরালার জনগণনা রিপোর্ট অনুসারে, কোদিনি গ্রামে গত পাঁচ বছরে ৬০ টি যমজ শিশু জন্মগ্রহণ করে। আর এই পরিসংখ্যানটি সারা বিশ্বে যমজ সন্তান প্রসবের যা গড়, তার থেকে ৬ গুন বেশি।

এই বিস্ময়কর ঘটনার খোঁজখবর চালাতে শুরু করেন স্থানীয় ডাক্তার কৃষ্ণন সিবুজি। তিনি দেশ বিদেশের নানা জার্নাল ও গবেষণা শুরু করেন। তাঁর গবেষণার মূল প্রশ্ন এমন বিস্ময়কর ঘটনার পিছনে ঠিক কোন বিজ্ঞান কাজ করছে! বলা বাহুল্য এখনও সেই উত্তর অজানা। যদিও তাঁর প্রাথমিক ধারণা, এই গ্রামের মাটিতে এমন কিছু রয়েছে, যেখান থেকে জন্ম নেওয়া খাদ্য উপাদান বা জলের বিশেষ পদার্থ এমন ঘটনা ঘটাচ্ছে।

এমন বিস্ময়কর ঘটনা ঘটার পরেই, কোদিনি গ্রামের নতুন নারকরণ হয়েছে ট্যুইন ভিলেজ। Twins and Kin Association (TAKA) বলে একটি স্বেচ্ছাসেবী সংস্থাও চালু হয়েছে গ্রামে। এই সংস্থা আর্থিক ভাবে দুর্বল যমজ শিশুর পরিবারকে আর্থিক ভাবে সাহায্য করে, যাতে তারা নির্বিঘ্নে পড়াশুনা চালিয়েছে যেতে পারে, এবং সমাজে দৃষ্টান্ত তৈরি করে।

আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যান

About Orbit News

Check Also

কাশ্মীরের এই পাঁচটি জায়গা একদম অফবিট, এবারে সফরের তালিকায় অবশ্যই রাখুন

স্বাতী চ্যাটার্জি- ভূস্বর্গ কাশ্মীর, মুঘল সম্রাট এই উপত্যকা দেখার পর বলেছিলেন, পৃথিবীতে যদি স্বর্গ বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!