Breaking News

করোনায় আক্রান্তের নিরিখে বিশ্বরেকর্ড করে ফেলল ভারত, দাবি পশ্চিমী সংবাদমাধ্যমের

অর্বিট ডেস্ক- গত ২৪ ঘণ্টায় ভারতের করোনায় আক্রান্তের সংখ্যা ৩লক্ষ ১২ হাজার৭৩১ জন। যা প্রায় বিশ্ব রেকর্ড বলেই দাবি পশিমী সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের।

গত কয়েক মাসে, ভারতের ভ্যক্সিনেশনের কাজ শুরু করেছে ভারত সরকার। তার মাঝে, করোনার নতুন স্ট্রেইন ভারতের জাঁকিয়ে বসেছে, গত বারের তুলনায় দ্রুত গতিতে দৌড়চ্ছে করোনার নতুন রূপের ভাইরাস। পরিস্থিতি এতোটাই খারাপ, দিল্লি, মহারাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থায় কার্যত ফাঁস লেগে গিয়েছে।

গত বছর চিনে এক দিনে যে পরিমাণ আক্রান্তের পরিসংখ্যান পাওয়া গিয়েছিল, চলতি বছরে ভারতে বিশেষ করে এপ্রিল মাসে দৈনিক আক্রান্তের সংখ্যা তার , থেকে অনেক গুন বেশি।

ছোট খবরে নিজেকে আপডেট রাখতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান

সূত্রের খবর, দিল্লি, মহারাষ্ট্রের বিশেষ করে মুম্বইতে যে পরিমাণ আক্রান্তের সংখ্যা বাড়ছে, সেই তুলনায় হাসপাতালে বেড অপ্রতুল। সংকট দেখা দিচ্ছে অ্যম্বুলেন্স ও অক্সিজেন পরিষেবায়। দিল্লিও গত কয়েক দিনে কেন্দ্রের কাছে আবেদন করেছে অক্সিজেনের কোটা বাড়ানোর জন্য। কেন্দ্র প্রথমে গুরুত্ব না দিলেও, হাইকোর্টের কাছে কড়া ধমক খেয়ে বাড়তি অক্সিজেন দেওয়া শুরু করেছে। পাশাপাশি দেশে বিভিন্ন রাজ্যে যাতে অক্সিজেনের সাপ্লাই ঠিক থাকে তার জন্য শিল্প সংস্থাগুলিতে অক্সিজেনের মাত্রায় কাট ছাঁট করা হয়েছে।

নিউ ইয়র্ক টাইমের দাবি, চলতি সপ্তাহে সারা বিশ্বে করোনা আক্রান্তের পরিসংখ্যান বিচার করলে, তার ৪০ শতাংশ জায়গা দখল করেছে ভারত।

অর্বিটের নানা অফবিট খবরাখবর জানতে আমাদের পেজ ফলো করুন- ক্লিক করুন এখানে

আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যান

About Orbit News

Check Also

কাশ্মীরের এই পাঁচটি জায়গা একদম অফবিট, এবারে সফরের তালিকায় অবশ্যই রাখুন

স্বাতী চ্যাটার্জি- ভূস্বর্গ কাশ্মীর, মুঘল সম্রাট এই উপত্যকা দেখার পর বলেছিলেন, পৃথিবীতে যদি স্বর্গ বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!