Breaking News

মালদ্বীপ যাওয়ার আগে বানিয়ে নিন প্ল্যান, নয়তো খসতে পারে বাড়তি গ্যাঁটের কড়ি

প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মালদ্বীপ। এই দেশের অধীনে রয়েছে অসংখ্য দ্বীপের দেশ। ছোট ছোট প্রায় ১২০০ দ্বীপের মধ্যে একটি হল মালদ্বীপের রাজধানী মালে আইল্যান্ড। (Male Island  দ্বীপ রাষ্ট্রে বহু দ্বীপের মধ্যে মালে বিশ্বের জনবহুল শহরের মধ্যে একটি। আর পর্যটকদের বিশেষ আকর্ষণ এই দ্বীপরাষ্ট্রের অন্যান্য দ্বীপগুলির প্রতি।

মালদ্বীপে কীভাবে যাবেন?

মালদ্বীপে যাওয়ার জন্য ভারতের যে কোনও মেট্রো শহর থেকেই বিমান মেলে। তবে চেন্নাই ও কোচি থেকে খরচ অনেকটা কম পড়ে। ভারতীয়দের জন্য আগাম ভিসা নেওয়ার প্রয়োজন নেই। এটি ভারতীয়দের জন্য ভিসা ফ্রি দেশ।  তারপর ইমিগ্রেশন শেষ করে এয়ারপোর্ট থেকে ট্যাক্সি করে যেতে পারবেন। মালে শহরেই থাকার বহু ব্যবস্থা রয়েছে। চাইলে বিমানবন্দর থেকে নেমে সরাসরি কোনও দ্বীপে থাকতে পারেন। এখানে দু ধরণের দ্বীপ রয়েছে, একটি হল পাবলিক দ্বীপ, যেখানে দেশের নাগরিকরা থাকেন। সেখানে রয়েছে হোটেল, হোমস্টে। চাইলে ওয়াটার অ্যাক্টিভিটির ব্যবস্থাও করে দেয় তারা। আর রয়েছে প্রাইভেট আইল্যান্ড।

এখানে বিভিন্ন বেসরকারি হোটেল চেন বা সংস্থা রিসর্ট বানিয়ে রেখেছে। মালদ্বীপে একটি দ্বীপ থেকে আর একটি দ্বীপে যাওয়ার একমাত্র উপায় জলযান। তাই এই দেশে আসার আগেই আপনাদের পরিকল্পনা ও ব্যবস্থা করে নিতে হবে। কোথায় থাকবেন। নয়তো মালে শহরে এসেও ঠিক করতে পারেন এই দ্বীপরাষ্ট্রে আপনার ছুটি কীভাবে কাটাবেন। কিন্তু আগাম পরিকল্পনা করে এলে খরচ অনেকটাই কমবে, নয়তো বিপুল অঙ্কের গ্যাঁটের কড়ি খসতে পারে।

কোথায় থাকবেন?

মালে শহরে থাকার জন্য বেশ কিছু রিসোর্ট আছে। যেমন- সামারসেট ইন, দা মেলরসে , হোটেল জেন মালে, হোটেল ওক্টেভে কমের মধ্যে ভালো সার্ভিস পাওয়া যাবে। এই হোটেল গুলোতে ওয়াইফাই ও এসি সহ ভালো রুম রয়েছে। আর রিসোর্টের মধ্যে কুরুম্বা মালদ্বীপ, হলিডে আইল্যান্ড রিসোর্ট, প্যারাডাইস আইল্যান্ড রিসোর্ট, সান আইল্যান্ড এন্ড স্পা, বান্দোস আইল্যান্ডে থাকতে পারেন। সবসময় মাথায় রাখবেন, মালদ্বীপ ভ্রমণ কিন্তু বেশ কস্টলি।

বাজেট যেভাবে বানাবেন

মালদ্বীপ সফরে প্রধান যে খরচ সেটি হল বিমানভাড়া। এটি যেহেতু ওঠানামা করে এবং লোকেশনের উপর তারতম্য ঘটে তাই এখানে তার ধারণা দেওয়া হল না।

মালদ্বীপে থাকা খাওয়ার খরচ একটু বেশী। মালে শহরের মধ্যে থাকলে এক রাতে ৩,০০০-৭,০০০ টাকায় দুইজন থাকা যাবে। আর কোনও দ্বীপের কাছাকাছি রিসোর্টে থাকতে হলে জন প্রতি ১৬,০০০-২৮,০০০ টাকা খরচ হবে। শহরে যদি সাধারন মানের খাবার খেয়ে থাকেন তবে প্রতিবেলা হাজার টাকার মতো খরচ হবে। আর প্যাকেজের মাধ্যমে স্পীড বোট ভাড়া করে ঘুরতে চাইলে ১৫,০০০-১৭,০০০ টাকা খরচ হবে।

সব মিলিয়ে কলকাতা থেকে গেলে  ৪ রাত ৩ দিন মালে ভ্রমণ করতে চাইলে বিমানভাড়াসহ ৭০ হাজার থেকে ৯০ হাজারটাকা খরচ ধরে চলতে হবে। আর কোনও প্রাইভেট আইল্যান্ডে বিলাসবহুল ওয়াটার রিসর্টে থাকতে হলে, বিপুল পরিমাণ খরচ। তবে যাওয়ার আগে যে দ্বীপে থাকবেন, সেই দ্বীপে জলযান ব্যবস্থা কেমন রয়েছে, কোন সময়ে রয়েছে, তার খোঁজখবর নিয়ে নিতে হবে।

মালে দ্বীপে বেড়াবেন কীভাবে?

মালে দ্বীপের মধ্যে দেখা যাবে নারিকেল, সুপারি গাছসহ সহ অন্যান্য গাছ গাছালি। পর্যটকদের কাছে প্রিয় পছন্দের এই মালে আইল্যান্ড সবসময়ই ভিড় থাকে। এই আইল্যান্ডে পাবেন সাগরের মাঝে নগরায়নের ছোঁয়া। নীল সাগর থেকে আসা মিষ্টি হাওয়া শরীর মনকে করে তুলে প্রানবন্ত, এখানে আসলে ভ্রমণের সকল ক্লান্তি যেন নিমিশেই চলে যায়।  মালে আইল্যান্ডের পূর্বে ভারুনুলা রালহুগান্ধুতে ( Varunulaa Raalhugandu)  ফেরি করে যেতে পারেন, দেখে নিতে পারেন অসাধারণ সূর্যাস্ত।

এখানকার মাস হুনি (টুনা মাছ, নারিকেল, পিয়াজ ও লেবু দিয়ে তৈরি এক ধরনের খাবার যা রোশি দিয়ে খেতে হয়) ও নানা ধরনের ঠাণ্ডা পানীয় না খেয়ে আসবেন না, আবার যদি বাঙ্গালি খাবার খেতে চান তাহলে মালে শহরের “ঢাকা ফুড” নামের বাঙ্গালি রেস্টুরেন্টে যেতে পারেন কম খরচে বাঙ্গালি খাবার পেয়ে যাবেন এখানে। তবে আন্ডার ওয়াটার রেস্টুরেন্টে খেতে অন্য রকম এক অভিজ্ঞতা হবে।

মালে আইল্যান্ডের দেখে নিতে পারেন, আর্টিফিশিয়াল বীচ (Artificial Beach), ওল্ড ফ্রাইডে মস্ক( Old Friday Mosque), ন্যাশনাল মিউজিয়াম (National Museum), সুলতানস পার্ক, ন্যাশনাল আর্ট গ্যালারি, চিনা মালদ্বীপ ফ্রেন্ডশিপ ব্রিজ, ফিশ মার্কেট ও গ্রান্ড ফ্রাইডে মস্ক।

মালে ভ্রমণ টিপস

মালদ্বীপ যেতে হলে বিমানের টিকিট ১-২ মাস আগে কাটার চেষ্টা করুন।

চাইলে মালদ্বীপের সঙ্গে শ্রীলঙ্কাও ঘুরে নিতে পারেন। ফলত এক যাত্রায় দুটি দেশ ঘুরে নেওয়া যায়।

টুরিস্ট সিজনে মালে আইল্যান্ডে ঘুরতে হলে আগে থেকেই হোটেল বুকিং করে নেওয়া ভালো। এটি করা থাকলে বড় কোনও ঝামেলা এড়ানো সম্ভব। কারণ অনেক সময় ইমিগ্রেশনে আগাম হোটেল বুকিংয়ের নথি দেখতে চায়।

মালদ্বীপের  ট্র্যাভেল এজেন্সির মাধ্যমে বিভিন্ন হোটেল বা রিসোর্ট বুকিং করলে কখনও কিছু স্পেশাল অফার মেলে, তবে আগাম ভালো করে যাচাই করে নেবেন।

ভ্রমণ সংক্রান্ত নানা খবর জানতে আমাদের হোয়াটস অ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন।

আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যান

About Orbit News

Check Also

‘বিলুপ্ত ব্যাবিলনের সাম্রাজ্য’ ইরাকে প্রচীন রূপকথার নগরী ব্যাবিলনের ইতিহাসের খোঁজে

পূর্ণেন্দু ব্যানার্জি- ব্যাবিলোনিয়ার উত্তর অ়ঞ্চলে অবস্থিত ব্যাবিলন ছিল ক্ষুদ্র একটি গ্রাম। এই অপরিচিত গ্রামটির আশ্চর্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!