Breaking News

ভ্রমণ আড্ডার সাপ্তাহিক খেলার নিয়মাবলী

Bhraman Adda Weekly Game

Terms & Conditions

১. মেম্বারশিপ কার্ড হস্তান্তরযোগ্য নয়।

২. মেম্বারশিপ কার্ড এক বছরের জন্য ভেলিড থাকবে।

৩. মেম্বারশিপকার্ড একটি পরিবারের জন্য একটি প্রদান করা হবে।

৪. মেম্বারশিপ কার্ড ফি বাত্সরিক চার্জ ১৫০০ টাকা। তবে শর্তাবলী প্রযোজ্যে এই কার্ড মাঝে মধ্যে ফ্রি বিতরণ করা হবে।

কার্ডের সুবিধা

আপনি যদি ভ্রমণ প্রিয় নাগরিক হন, তাহলে আপনি এই কার্ডের রেফারেন্সে,

১. আমাদারে অফার চলাকালীন হোটেল এবং ফ্লাইটের টিকিটে আর্কষণীয় ছাড় পাবেন আমাদের তরফে।

২. আমাদের ভ্রমণ বিষয়ক মজার প্রশ্নোত্তর খেলা পর্বে সরাসরি অংশগ্রহণ করতে পারবেন এবং জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার।

শর্ত

১.আমাদের ইউটিউব চ্যানেল Travel Tv Bangla (Link)সাবস্ক্রাইব করতে হবে। পাশাপাশি প্রত্যেকটির ভিডিও আপডেট পেতে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে। (নয়তো আপডেট পাবেন না)

২. আমাদের ফেসবুক গ্রুপ ভ্রমণ আড্ডায় ( Link) অন্তত অ্যাডমিনের ভ্রমণ সংক্রান্ত পোস্টে একটি লাইক বা যে কোনও ইমোজি সঙ্গে কমেন্ট করতে হবে। * যদি আপনি গ্রুপের আপডেট রেগুলার না পেয়ে থাকেন, তাহলে 9073503958 আমাদের হোয়াটস অ্যাপে পিং করতে পারেন। বা টেলিগ্রাম চ্যানেলে Travel Tv Bangla তে যুক্ত হতে পারেন।

৩. যাঁরা ফ্রি কার্ড পাবেন, তাঁরা শুধুমাত্র গ্রুপে প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার জিততে পারেন। যাঁরা বাত্সরিক চার্জ দিয়ে মেম্বারশিপ নেবেন, তাঁরা, প্রতিযোগিতায় অংশ নেওয়ার পাশাপাশি ১২ হাজার টাকার গিফ্ট ভাউচার পাবেন (এক বছর ভ্যালিডিটি) সেই সঙ্গে ফ্লাইট বা হোটেল বুকিঙের ক্ষেত্রে বিশেষ আকর্ষণীয় ছাড় পাবেন।

৪. গ্রুপের প্রশ্নোত্তর খেলায় পরিবারের একাধিক জন অংশ নিতে পারেন। কিন্তু পুরস্কার কার্ড হোল্ডারের নামেই থাকবে।

৫. কার্ড হারিয়ে গেলে, কর্তৃপক্ষকে ইমেল মারফত নামে জানাতে হবে orbitnewsindia@gmail.com.

৬. আমাদের সংগঠিত করা কোনও উইকেন্ড, দেশ বা বিদেশ ট্যুরে অংশ নিলে, বন্ধুবান্ধবদের অন্তত তিনটি পরিবারকে রেফার মেম্বার হিসেবে যুক্ত করলে আপনি ও সেই তিনটি পরিবার ১২ হাজারের বদলে ১৫ হাজার টাকার গিফ্ট ভাউচার পাবেন।

৬. গিফ্ট ভাউচার একমাত্র আমাদের ট্যুরের ক্ষেত্রে প্রযোজ্য থাকবে। অথবা আমাদের মনোনীত কোনও পণ্য সংস্থার বা ট্রাভেল এজেন্সির ট্যুরের ক্ষেত্রে প্রযোজ্য থাকবে।

৭. সময়মতো আমাদের রুলস রেগুলেশন পরিবর্তন, পরিমার্জন, পরিবর্ধন হতে পারে। তা সময়মতো সমস্ত মেম্বারদের জানানো হবে।

৮. এই সমস্ত প্রতিযোগিতায়, অর্বিট নিউজ, ট্রাভেল টিভি বাংলা, ভ্রমণ আড্ডার অ্যাডমিন, মডারেটর, মালিক, সম্পাদকের পরিবার, আত্মীয় (ব্লাড রিলেশনের কেউই) অংশ নিতে পারবেন না।

প্রতিযোগিতার নিয়ম।

১। প্রশ্নোত্তরপর্ব খেলা ফেসবুক ভ্রমণ আড্ডা গ্রুপে আগে থেকেই দিন ও সময় ঘোষণা করা হবে। প্রতিযোগিতার দিন, যে প্রশ্নপত্র রাখা হবে, একটি লাইক ও কমেন্টবক্সে লিখতে হবে ‘খেলায় আছি’। আর সমস্ত উত্তর পাঠাতে হবে orbitnewsindia@gmail.com ইমেলে। সঙ্গে দিতে হবে নাম ঠিকানা, কন্টাক্ট নম্বর এবং মেম্বারশিপ কার্ড নম্বর। কমেন্টবক্সে উত্তর লিখলে, সেই প্রতিযোগিকে সেই খেলা থেকে বাতিল ঘোষণা করা হবে। প্রাইম মেম্বর নয়, গ্রুপের সাধারণ মেম্বর হলে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। আর অংশ নিলেও পুরস্কার পাবেন না। তাঁরা যদি কমেন্টবক্সে ইচ্ছাকৃত ভাবে উত্তর লিখে দেন, তাহলে তাদের গ্রুপ থেকে ব্লক করা হবে।

২। আপাতত ভ্রমণ আড্ডা গ্রুপে প্রতি সপ্তাহে একদিন ভ্রমণ সংক্রান্ত খেলা হবে। সারা মাসের ফলাফল থেকে সেরা প্রতিযোগীকে বেছে নেওয়া হবে। তবে প্রত্যেক প্রতিযোগিকে সারা মাসের খেলাতেই অংশ নিতে হবে। ধারাবারিক চারটি পর্বে কোনও প্রতিযোগী অংশ না নিলে, প্রতিযোগীকে গ্রাহ্য করা হবে না।

৩। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত খেলার মাধ্যমে ফ্রি কার্ড জিতে নিতে পারেন। এবং আকর্ষণীয় পুরস্কার জিততে পারেন।

আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যান

About Orbit News

Check Also

হাওড়ার শ্রমিক আন্দোলনের ইতিহাস, এক স্বর্ণময় অধ্যায়, বর্তমানে স্বপ্নের অতীত

অর্বিট ডেস্ক– হাওড়া শহরে একটা সময়ে দুরন্ত বেগে শ্রমিক আন্দোলন গড়ে উঠেছিল। রেলওয়ে প্রতিষ্ঠার পর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!