অর্বিট ডেস্ক- দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা। মহারাষ্ট্র, দিল্লিসহ বেশ কয়েকটি রাজ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হয়েছে। এরাজ্যেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও অভিযোগ আনছিলেন রাজ্যে করোনার প্রকোপ রুখতে কমিশনের ব্যবস্থা নেওয়া উচিত।
অতি সম্প্রতি করোনাকে সামনে রেখে ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম দফাকে একসঙ্গে করার আবেদন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সেই আবেদন খারিজ করে দিয়েছে কমিশন। জানানো হয়েছিল, নিরাপত্তা বাহিনী কম থাকায় এই সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। তবে করোনা রুখতে প্রচারের সময়সীমায় কাঁচি চালালো কমিশন। সন্ধে ৭টা থেকে সকাল ১০ পর্যন্ত প্রচার চালাতে পারবে না দলগুলি।
পাশাপাশি নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, সমস্ত রাজনৈতিক দলকে প্রচার চালানোর সময় কোভিড বিধি মেনে চলতে তবে। সভা সমাবেশে, মাস্ক, স্যানিটাইজারের ব্যবস্থা করতে হবে উদ্যোক্তাদের।