অর্বিট নিউজ- বৃহস্পতিবারই শমন পাঠানো হয়েছিল তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়কে। শুক্রবার সকালে তলব করা হল মানস ভুঁইয়া ও মদন মিত্রের পুত্র স্বরূপ মিত্রকে।
শনিবার কামারহাটিতে ভোট। তৃণমূলের প্রার্থী মদন মিত্রের ভাগ্য পরীক্ষা। ঠিক তার আগের দিন ই ডি তলবের নোটিশ দেওয়া হল তার পুত্র স্বরূপকে। আগামী ২৩ এপ্রিল তাঁকে হিজিরা দিতে বলা হয়েছে। সূত্রের খবর, আইকোর মামলায় প্রয়াত অনুকুল মাইতির স্ত্রী কণিকা মাইতিকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানেই স্বরূপের নাম উঠে আসে।
অন্যদিকে, আইকোর মামলায় একটি ভিডিও ফুটেজ হাতে এসেছে ইডির। সেই সূত্র ধরে মানস ভুঁইয়াকে আগামী ১৯ এপ্রিল হাজিরা দিতে বলা হয়েছে।