অর্বিট ডেস্ক-২০২১ সালের রাজ্য রাজনীতিতে একগুচ্ছ নতুন মুখকে ময়দানে নামিয়ে কার্যত পুরনো ধারণাকে চুরমার করে দিল বামেরা। দীপ্সিতা, ঐশী, সৃজন, মীনাক্ষীরা ময়দানে নামতেই প্রচার ময়দানও সরগরম হয়ে উঠেছে।
নির্বাচনী দিন ঘোষণার পর থেকেই, সংযুক্ত মোর্চার প্রার্থীদের মধ্যে আব্বাস সিদ্দীকি যতটা নজর কেড়েছে, অন্যদিকে সিপিএমের নতুন তরতাজা মুখও রয়েছে। কসবা কেন্দ্রের প্রার্থী শতরূপ ঘোষ বরাবরই ভালো বক্তা। সেই সঙ্গে যুক্ত হয়েছে আরও এক ঝাঁক ঝকঝকে তরুণ তাজা মুখ।
সাদামাটা, সোজাসাপটা, ঘরোয়া অথচ যুক্তিতে অসম্ভব শান। এই নতুন মুখগুলি যেখানে প্রচারে যাচ্ছেন, সেখানকার যুব থেকে বয়স্ক নাগরিকরাও তাঁদের দেখে আপ্লুত।
সিপিএমের একাংশ নেতাদের মতে, এই জনসংযোগ নির্বাচন ঘোষণার পরবর্তী চিত্র নয়, এই লড়াই মাটে ময়দানে শুরু হয়েছিল এক বছর আগে। বিশ্বজুড়ে করোনার থাবা, ভারতে লকডাউন, চারপাশ ত্রাহি, ত্রাহি রব, এক কঠিন দিশাহীন পরিবেশ। সেই সময়ই সোশাল মিডিকে হাতিয়ার করে প্রত্যন্ত এলাকায়, মাঠে ময়দানে পৌঁছে গিয়েছিল এস এফ আই, ও ডি ওয়াই এফ আই। লক ডাউনের মাঝেই আমফানের পরিস্থিতি রাজ্যের ছবিটা আরও ঘোরালো করে তোলে। সেই সময়ই দফায় দফায় ময়দানে নেমে কাজ শুরু করে বামেদের ছাত্র সংগঠনগুলি। অতিমারি এবং বিপর্যয় এমন পরিস্থিতিতেও, রাজ্যের প্রশাসনিক ভূমিকা তেমন চোখে পড়ার মতো ছিল না। অন্যদিকে পঞ্চায়েত স্তরে বহু তৃণমূল নেতার বিরুদ্ধে কালোবাজারি ও ক্ষতিপূরণের টাকা গায়েব করার অভিযোগ ওঠে। আর এই পরিস্থিতিকে হাতিয়ার করেই, বামেদের নতুন মুখগুলি তারকা হয়ে ওঠে।