অর্বিট ডেস্ক- লাগাতার বিজ্ঞাপণেও কোনও কাজ হচ্ছে না, অধিকাংশ মানুষের মধ্যে সচেতনার লেশ মাত্র নেই। অগত্যা পরিস্থিতিতে কাবু করতে জরিমানার পথে হেঁটেছে রেল। এই বার্তা দেওয়ার পরেও খুব একটা কাজ যে হয়নি, তা গত দু দিনে স্পষ্ট হয়েছে। ফলে সোমবার থেকে লাগাতার অভিযানে নামছে রেল।
সূত্রের খবর, রেলে সফর কালে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। অথচ সেদিকে গুরুত্ব দিতে নারাজ। বিশেষ করে জটিল ছবি দেখা দিচ্ছে শহরতলির লোকাল ট্রেনগুলিতে। গত দু দিনে জরিমানা থাকলেও, স্রেফ সতর্ক করে ছেড়ে দিয়েছিল রেলের আধিকারিকরা। এমনকি যাঁদের মাস্ক নেই, তাঁদের বিতরণও করা হয়েছে। কিন্তু ছবিটা এতো কিছুর পর বদলায়নি। অগত্যা আরও কড়া পদক্ষেপ রতে চলেছে রেল।
সূত্রের খবর, রেলের তরফে জানানো হয়েছে, রেল সফর কালে মাস্ক ব্যবহার করা হচ্ছে কিনা তার জন্য সাপ্রাইজ অভিযান চালাবে। এবং জরিমানাও আদায় করা হবে। পাশাপাশি যত্রতত্র থুতু ফেলা না হয়, তারও বার্তা দেওয়া হয়েছে।
রেলের তরফে জানা গিয়েছে, শিলায়দহ শাখার ১৪ জন চালক ও গার্ড করোনায় আক্রান্ত, রবিবার ১৮টি লোকাল ট্রেন বাতিল করেছিল পূর্ব রেলের শিয়ালদহ শাখা।