Breaking News

রেল স্টেশনে অভিযান শুরু আজ থেকেই, মাস্ক না পরলেই ৫০০ টাকা জরিমানা

অর্বিট ডেস্ক- লাগাতার বিজ্ঞাপণেও কোনও কাজ হচ্ছে না, অধিকাংশ মানুষের মধ্যে সচেতনার লেশ মাত্র নেই। অগত্যা পরিস্থিতিতে কাবু করতে জরিমানার পথে হেঁটেছে রেল। এই বার্তা দেওয়ার পরেও খুব একটা কাজ যে হয়নি, তা গত দু দিনে স্পষ্ট হয়েছে। ফলে সোমবার থেকে লাগাতার অভিযানে নামছে রেল।

সূত্রের খবর, রেলে সফর কালে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। অথচ সেদিকে গুরুত্ব দিতে নারাজ। বিশেষ করে জটিল ছবি দেখা দিচ্ছে শহরতলির লোকাল ট্রেনগুলিতে। গত দু দিনে জরিমানা থাকলেও, স্রেফ সতর্ক করে ছেড়ে দিয়েছিল রেলের আধিকারিকরা। এমনকি যাঁদের মাস্ক নেই, তাঁদের বিতরণও করা হয়েছে। কিন্তু ছবিটা এতো কিছুর পর বদলায়নি। অগত্যা আরও কড়া পদক্ষেপ রতে চলেছে রেল।

সূত্রের খবর, রেলের তরফে জানানো হয়েছে, রেল সফর কালে মাস্ক ব্যবহার করা হচ্ছে কিনা তার জন্য সাপ্রাইজ অভিযান চালাবে। এবং জরিমানাও আদায় করা হবে। পাশাপাশি যত্রতত্র থুতু ফেলা না হয়, তারও বার্তা দেওয়া হয়েছে।

রেলের তরফে জানা গিয়েছে, শিলায়দহ শাখার ১৪ জন চালক ও গার্ড করোনায় আক্রান্ত, রবিবার ১৮টি লোকাল ট্রেন বাতিল করেছিল পূর্ব রেলের শিয়ালদহ শাখা।

আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যান

About Orbit News

Check Also

খুব সহজে আমেরিকার নাগরিক হওয়ার পথ ‘ডঙ্কি রুট’- এক অজানা কাহিনি

পূর্ণেন্দু ব্যানার্জি- আমেরিকা, স্বপ্নের দেশ। একবার পৌঁছতে পারলেই একটা জীবন পরিপূর্ণ। অর্থ, আভিজাত্য, বৈভব, সামাজিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!