অর্বিট ডেস্ক- দেশের বেশ কিছু রাজ্যে নতুন করে থাবা বসাচ্ছে করোনা। পশ্চিমবঙ্গেও তার ঝাপটা পড়তে শুরু করেছে। কিন্তু এ রাজ্যে ফাঁড়া হল, নির্বাচন। তাও দু তিন দফায় নয়, আট দফায়। এর মধ্যে চার দফা শেষ। বাকি দফাগুলিতে দলগুলির নির্বাচনী প্রচার ঠিক কেমন হবে তা নিয়েই চলছে জোর জল্পনা।
করোনার বাড়বাড়ন্তের জন্য, বুধবারই সিপিএমের তরফে ঘোষণা করা হয়েছে, নির্বাচনে তারা আর বড় জনসভার আয়োজন করবে না। নির্বাচনী প্রচার কৌশল তারা বদলে ফেলছে। যদিও সংযুক্ত মোর্চার বাকি দলগুলি এখনও তেমন কোনও সিদ্ধান্ত নেয়নি।
রাজ্যে শাসক দল তৃণমূলও করোনামোকাবিলায় নির্বাচনী প্রচার নিয়ে তেমন কোনও পদক্ষেপ করেনি। যদিও বৃহস্পতিবার কিছুটা ভিন্ন ইঙগিত মিলেছে বিজেপির তরফে।
নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই হাই ভোল্টেজ প্রচারের আয়োজন করছে বিজেপি। রাজ্য নেতৃত্বের থেকে ময়দানে বেশি দেখা গিয়েছে কেন্দ্র নেতৃত্বকে। নরেন্দ্র মোদি, অমিত শাহ, জে পি নাড্ডাসহ একাধিক হেভিওয়েট নেতাদের বার বার বাংলায় উড়ে আসতে দেখা গিয়েছে। বাকি চার দফার ভোটেও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের আনাগোনা বাড়বে বলে জানানো হয়েছে। তবে করোনা পরিস্থিতি যে ভাবে বাড়ছে, সেদিকে সতর্ক রয়েছে তারা।
সূত্রের খবর, কেন্দ্রীয় নেতৃত্বের কাছাকাছি আসেন জেলা বা রাজ্য নেতৃত্বের এমন সদস্যদের করোনা নেগেটিভ রিপোর্ট থাকতে হবে।