Breaking News

5G ট্রায়ালে চিনকে ঢুকতে দিল না ভারত

অর্বিট নিউজ-

টেলিকম সেক্টরে ভারতে শুরু হতে চলেছে, ৫জি ট্রায়াল, আর এই ট্রায়াল থেকে বাদ রাখা হয়েছে, দুই চিনা সংস্থা হুয়াই- এবং জেড টি ই কে। এই দুটি সংস্থাকে বাদ রাখা হল কেন?
এর প্রথম কারণ- সীমান্ত সমস্যা। ২০২০ সালের গোড়ার দিকে, দেখা গিয়েছে, চিন থেকে করোনা ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। তার পরেই চিন ভারতের ক্ষেত্রে এক রণমূর্তি ধারণ করে। লাগাতার গালোয়ান ভ্যালি থেকে প্যাঙ্গন সো দখল করার চেষ্টা চালায়।
আরও একটা বড় কারণ, চিনের সরকারকে নিয়ে দেশের মানুষের মধ্যেই একটা ক্ষোভ তৈরি হয়েছিল। সেই সময় ভালো করে পর্যবেক্ষণ করলে দেখা যাবে, হংকংকে নিজেদের জিম্মায় নেওয়ারও একাধিক চেষ্টা চালায়। হংকঙের নাগরিকরা ক্ষোভে ফেটে পড়ে। টিক সেই সময়ই চিনে ভাইরাসের জন্ম হয়। মনে করা হচ্ছে, চিন এখানে দুটি ফায়দা তুলেছে, এক, চিনের নাগরিকদের পাশাপাশি বিশ্বের নজর ঘোরনো করোনার দিকে। যাতে অন্তর্কলহে নজর না যায়। এরপরেই ভারতের দিকে হামলা চালানোর কারণ যাতে প্যানডেমিকে ক্ষয়ক্ষতি বিশ্বের নজরে না আসে। বিস্তারিত ভিডিওতে

https://youtu.be/XQH4UqRDr_Y
আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যান

About Orbit News

Check Also

কাশ্মীরের এই পাঁচটি জায়গা একদম অফবিট, এবারে সফরের তালিকায় অবশ্যই রাখুন

স্বাতী চ্যাটার্জি- ভূস্বর্গ কাশ্মীর, মুঘল সম্রাট এই উপত্যকা দেখার পর বলেছিলেন, পৃথিবীতে যদি স্বর্গ বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!