Breaking News

মারা গেলেন সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টর রঞ্জিত সিনহা

অর্বিট নিউজ- মারা গেলেন সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টর রঞ্জিত সিনহা। শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮। বৃহস্পতিবার রাতে তাঁর শারীরির অসুস্থার কারনে করোনা পরীক্ষা করানো হয়। তাতে পজিটিভ রিপোর্ট আসে।

রঞ্জিত সিনহা ১৯৭৪ সালের বিহার ক্যাডারের আইপিএস ছিলেন। ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি সিবিআই ডিরেক্টর হিসেবে কাজ করেন।

সিবিআই প্রধান হিসেবে যুক্ত হওয়ার আগে তিনি রেলওয়ে প্রোটেকশন ফোর্সের পদস্থ আধিকারিক হিসেবে দীর্ঘগিন কাজ করেন। পরে সিবিআইতে যোগ দেন পদস্থ আধিকারির হিসেবে। দীর্ঘদিন পাটনা ও দিল্লিতে কর্মরত ছিলেন।

সিবিআই ডিরেক্টর পদে থাকার সময় একাধিক বিতর্কে জড়ান। তাঁর বিরুদ্ধে, কয়লাক্ষেত্র বণ্টন মামলায় তদন্তকে প্রভাবিত করার অভিযোগ উঠেছিল।

আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যান

About Orbit News

Check Also

কাশ্মীরের এই পাঁচটি জায়গা একদম অফবিট, এবারে সফরের তালিকায় অবশ্যই রাখুন

স্বাতী চ্যাটার্জি- ভূস্বর্গ কাশ্মীর, মুঘল সম্রাট এই উপত্যকা দেখার পর বলেছিলেন, পৃথিবীতে যদি স্বর্গ বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!