Breaking News

এখানেই প্রথম তৈরি হয়েছিল মুমতাজের তাজমহল, তিন দিন বেড়ানোর আদর্শ জায়গা বুরহানপুর

একটা সময় ছিল মুঘল আমলে ভারতের প্রাণকেন্দ্র ছিল মধ্যপ্রদেশের বুরহানপুর। কিন্তু আজ সেই শহর, নির্জন, বিধ্বস্ত। অথচ এখানেই রয়েছে অফবিট পর্যটনের বেশ কিছু দর্শনীয় স্থান। চাইলে হাতে কটা দিন সময় থাকলে পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন, মুঘল আমলের বাব-এ-দাকেনে।

বুরহানপুর। মধ্যপ্রদেশের একটি জনপদ। এক সময় এই জায়গাকে বলা হত, বাব-এ-দাকেন, অর্থাৎ দক্ষিণের সিংহদুয়ার। বুরহানপুরের এক লম্বা ইতিহাস রয়েছে। এমনকি এই জায়গার উল্লেখ রয়েছে মহাভারতেও। পৌরাণিক গাথা বাদ দিলে, ইতিহাসের সূত্র ধরলে রাষ্ট্রকূট সাম্রাজ্য, ফারুকি সাম্রাজ্য, মিরান আদিল আলির হাত ধরে, পরে মুঘলদের হাতে আসে বুরহানপুর। মূলত আকবরের সময়, এই জায়গার নাম হয় বাব-এ-দাকেন। অর্থাৎ উত্তর থেকে দক্ষিণের রাস্তা তৈরি হয়।

একটা সময় বুরহানপুরে কুম্ভের মতো অতন্দ্র প্রহরী হিসেবে ছিল অসিরগড় কেল্লা। অর্থৎ এই কেল্লা ‌যার দখলে, তার দখলে পুরো উত্তর ভারত। সময়ের সঙ্গে এই জায়গার গুরত্ব হারিয়েছে, ইংরেজদের সময়ে গোটা ভারত জুড়ে নতুন রাস্তার জাল বুনতে থাকে। তখন থেকেই গুরুত্ব হারাতে শুরু করে বুরহানপুর। সম্রাট শাহজাহান দাক্ষিণাত্য দখলের সময় এখানেই ছিলেন।

এমনকি মুমতাজ ১৪ নম্বর সন্তানের জন্ম দিতে গিয়ে এখানেই মারা ‌যান। তাপ্তী নদীর পাড়ে তৈরি হয় তাজমহল তৈরির কাজ। কিন্তু বন্ধ করে দেওয়া হয় পরে। ছয় মাস বাদে কবর থেকে মুমতাজমহলের মৃতদেহ তুলে পাঠানো হয় আগ্রায়। সেও এক রোমাঞ্চকর ইতিহাস রয়েছে। চাইলে দেখে নিতে পারেন খুনি ভাণ্ডারা। প্রায় চারশো বছর আগে, তাপ্তী নদীর জলকে পরিস্রুত পানীয় জলে পরিবর্তন করে পাঠানো হত, পুরো বুরহানপুর শহরে। কোনও যন্ত্র ছাড়াই সেই জল পাঠানো হত। ইরানের প্রাচীন প্রযুক্তিকে আমদানি করে এই ভূগর্ভস্থ কুয়ো তৈরি করান আকবরের নবরত্নের অন্যতম আবদুল রহিম খান-ই-খানা। এমন বহু চাপা পড়া ইতিহাসের খনি রয়েছে বুরহানপুরে।

কীভাবে ‌যাবেন? হাওড়া থেকে ট্রেন ভুসওয়াল। আবার ভুসওয়াল থেকে ট্রেন বদল করে প্যাসেঞ্জার ট্রেনে বুরহানপুর।

আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যান

About Orbit News

Check Also

খুব সহজে আমেরিকার নাগরিক হওয়ার পথ ‘ডঙ্কি রুট’- এক অজানা কাহিনি

পূর্ণেন্দু ব্যানার্জি- আমেরিকা, স্বপ্নের দেশ। একবার পৌঁছতে পারলেই একটা জীবন পরিপূর্ণ। অর্থ, আভিজাত্য, বৈভব, সামাজিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!