BENGAL POLL2021 অর্বিট ডেস্ক- আশঙ্কা সত্যিই হল। পঞ্চম দফা ভোটেও অশান্তি এড়ানো গেল না। শনিবার সকাল থেকেই সল্টলেক এলাকা সরগরম হয়ে ওঠে। সূত্রের খবর, গেরুয়া শিবিরের প্রার্থী সব্যসাচী দত্তকে বুথে ঢুকতে বাধা দেওয়া হয়। এক সময়ের সহকর্মী সুজিত বসু এবং সব্যসাচী দত্ত বর্তমানে দুই যুযুধান শিবিরের সদস্য।
শনিবার সকাল থেকে বিজেপি ও তৃণমূলকর্মীদের মধ্যে ব্যাপক গণ্ডগোল শুরু হয়। দু পক্ষই ইট বৃষ্টি শুরু করে। সব্যসাচী দত্তের অভিযোগ, বিষয়টি পুলিশের নজরে আনা হয়, কিন্তু কোনও পদক্ষেপ করা হয়নি। তাঁর দাবি, পুলিশকে দলদাসে পরিণত করেছে।
অন্যদিকে কল্যাণীর গয়েশপুরে এক বিজেপি নেতার বাড়িতে বোমা মারা হয় বলে অভিযোগ। শুক্রবার গভীর রাতে তাঁর বাড়িতে হামলা চালানো হয়, সকালে বাড়ির জানলার কার্নিশে একটি তাজা বোমা লক্ষ্য করা যায়। অভিযোগ পুলিসকে খবর দেওয়া হলেও সকালে তারা আসেনি।
গণ্ডগোলের চিত্র ধরা পড়েছে বর্ধমান উত্তর কেন্দ্রে। সেখানে বিজেপি এজেন্টের উপর হামলার অভিযোগ রয়েছে তৃণমূলের বিরুদ্ধে। তাঁদের দাবি, সকালে ভোটকেন্দ্রে পৌঁছলে তৃণমূলের দুষ্কৃতীরা বাঁশ লাঠি নিয়ে চড়াও হয়। তৃণমূল অবশ্য এই দাবি অস্বীকার করেছে।
ছবি সৌজন্য ২৪ ঘণ্টা