Breaking News

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে বেলুড় মঠ!

অর্বিট ডেস্ক- গত বছর করোনার কারণে ২৫ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল বেলুড় মঠ। এবারও সরকারি ভাবে রাজ্যসরকার বা কেন্দ্র লকডাউন ঘোষণা না করলেও, ২২ এপ্রিল থেকে বেলুড় মঠের দরজা সাধারণের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে।

মঙ্গলবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় বেলুড় মঠ সূত্রে এমন একটি সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও প্রধানমন্ত্রী তার ভাষণে লক ডাউনের কোনও ইঙ্গিত দেননি। বরং লক ডাউনকে শেষ অস্ত্র হিসেবে মানতে পরামর্শ দিয়েছেন রাজ্যগুলিকে।

২০২০ সালের ২৫ মার্চ থেকে বন্ধ রাখা হয়েছিল বেলুড় মঠ। ৮২ দিন বন্ধ থাকার পরে ১৫ জুন জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল মঠ। ওই সময়ে করোনাবিধি  মেনেই দর্শনার্থীদের মঠে প্রবেশ করানো হত। মঠে ঢোকার সময় সামাজিক দূরত্ব রক্ষা, মাস্ক পরা, স্যানিটাইজিং ইত্যাদি সব করোনাবিধিই মানতে হত ভক্ত থেকে দর্শনার্থী সকলকেই।

আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যান

About Orbit News

Check Also

সন্তানসম্ভবা নারী বছরের প্রথম ১৫ দিন গ্রামে থাকেন না! বাংলার এমন এক আজব গ্রামের বিচিত্র প্রথা

পূর্ণেন্দু বন্দ্যোপাধ্যায়–  মানব কল্যাণ, সভ্যতা ও গোষ্ঠীকে বেঁধে রাখতেই এক সময় জন্ম নিয়েছিল প্রথা, সংস্কার। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!