অর্বিট ডেস্ক-গত ২৪ ঘণ্টায় করোনায় প্রায় ২৪ হাজার জন আক্রান্ত হয়েছেন জানালেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। করোনার জন্য নির্ধারিত বেডের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে।
অরবিন্দ জানিয়েছেন, গত বছর করোনার প্রথম আক্রমণ যখন শুরু হয়, তক থেকে দিল্লি স্বাস্থ্য ব্যবস্থা নিয়ন্ত্রণে ছিল। দিল্লিতে করোনার প্রায় চারটি ঢেউ লক্ষ্য করা গিয়েছে, তার মধ্যে বর্তমানে যেটি চলছে চতুর্থ ঢেউ। আর গত দু তিন দিনের রিপোর্ট দেখা যাচ্ছে প্রায় ২৫ হাজার মানুষ দৈনিক আক্রান্ত হচ্ছেন। ফলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্তা প্রতি ব্যাপক চাপ সৃষ্টি হচ্ছে। রাজ্যে অক্সিজেনের চাহিদা বাড়ছে, সে তুলনায় অপ্রতুল।
তিনি জানিয়েছেন, দিল্লির বেহাল পরিস্থিতির কথা কেন্দ্রকে জানানো হয়েছে। বর্তমান পরিস্থিতিতে মাথায় রেখে ৬ দিনের জন্য দিল্লিতে লকডাউন করা হচ্ছে। সোমবার রাত ১০টা থেকে পরের সোমবার সকাল ৫টা পর্যন্ত এই লকডাউন জারি থাকবে। এর মধ্যে জরুরি পরিষেবা ছাড় থাকবে। বিয়ে বাড়ির ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, কিন্তু অনুষ্ঠানে ৫০জন আমন্ত্রিত হবে।
গত দেশজুড়ে লকডাউনে হইচই পড়ে গিয়েছিল, শ্রমিক থেকে নিম্ন মধ্যবিত্তের মানুষদের মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়েছিল। দিশাহীন হয়ে উঠেছিলেন তাঁরা। অরবিন্দ এবার পরিষায়ী শ্রমিকদের উদ্দেশে জানান, এটা ছোট লকডাউন, তাই, দিল্লিতেই থাকুন, কোথাও যাওয়ার প্রয়োজন নেই। তিনি দালিল্র নাগরিকদের প্রতি আবেদন রাখেন, এই সিদ্ধান্ত নিরুপায় হতে নিচ্ছে হচ্ছে, যদিও দিল্লিতে প্রকত্যকটি মানুষ যাতে ভালো ভাবে থাকেন, তার জন্য চেষ্টা চালাচ্ছেন তিনি।