ক্যুইজ ডেস্ক- আপনি কি বেড়াতে ভালোবাসেন? নিত্যনতুন জায়গা সম্পর্কে জানতে ভালোবাসেন? দেশ, বিদেশের, ইতিহাস, স্থাপত্য, সংস্কৃতি সম্পর্কে নতুন নতুন তথ্য পেতে আগ্রহী? তাহলে আপনি জুড়ে যান আমাদের পরিবারের সঙ্গে। এবং অংশ নিন মজাদার সহজ সরল খেলায়। আর জিতে নিন আকর্ষণীয় উপহার। তাহলে আর দেরি কেন? ঝটপট প্রশ্নগুলি দেখুন আর উত্তরগুলি লিখে এই পোর্টালের নীচে কমেন্টবক্সে লিখে পাঠিয়ে দিন। আর ঘরে বসে জিতে নিন, উপহার ও ক্যশপ্রাইজ। আর ক্যুইজে অংশ নিতে না চাইলেও কোনও ব্যাপার নয়। আমাদের হোয়াটস অ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যান, সমস্ত ভ্রমণের নতুন তথ্য পাবেন হাতের মুঠোয়।
প্রথম পর্বের প্রশ্নপত্র, উত্তর দিতে হবে প্রকাশিত হওয়ার ৪দিনের মধ্যে
১ | গনগনি কোথায় অবস্থিত ? | হাওড়া | বর্ধমান | পশ্চিমমেদিনীপুর | বহরমপুর |
২ | তাজমহল কোথায় অবস্থিত ? | আগ্রা | লখনউ | বারাণসী | মথুরা |
৩ | ভিক্টোরিয়া মেমোরিয়া হল কোথায় ? | দিল্লি | কলকাতা | মুম্বই | গোয়া |
৪ | এলাহাবাদের বর্তমান নাম কি ? | ইন্দ্রপ্রস্থ | লক্ষ্মনাবতী | প্রয়াগরাজ | আর্যনগর |
৫ | জোড়াসাঁকো ঠাকুরবাড়ি কোথায়? | শান্তিনিকেতন | শিলং | কুষ্টিয়া | কলকাতা |
৬ | ইডেন গার্ডেন্স কোথায় অবস্থিত? | মুম্বই | দিল্লি | কলকাতা | ব্যাঙ্গালোর |
৭ | সোনারকেল্লা কোথায় অবস্থিত? | মধ্যপ্রদেশ | রাজস্থান | উত্তরপ্রদেশ | গুজরাট |
৮ | হাওড়া ব্রিজের নাম কি? | জওহরসেতু | রবীন্দ্রসেতু | নিবেদিতাসেতু | নেতাজিসেতু |
৯ | কলকাতা ক’টি গ্রাম নিয়ে তৈরি হয়েছিল? | ৩টি | ৫টি | ২টি | ১১টি |
১০ | শুশুনিয়া পাহাড় কোথায় অবস্থিত? | পুরুলিয়া | ঝাড়গ্রাম | বাঁকুড়া | মুর্শিদাবাদ |
ক্যুইজে মূলত আমাদের পৌর্টালে প্রকাশিত ভ্রমণ, ইতিহাস, ফিচার সংক্রান্ত অংশ থেকেই প্রশ্ন তুলে ধরা হবে। পাশাপাশি ইউটিউবের Travel Tv Bangla চ্যানেলের ভিডিও থেকেও তুলে ধরা হবে। ফলে আমাদের পোর্টাল রেগুলার ফলো করতে ভুলবেন না।
নিয়মাবলী ভালো করে পড়ে নিন
ক্যুইজের নিয়মাবলী |
১) এই প্রতিযোগিতায়, অর্বিট নিউজ, ট্রাভেলউইকবাজার সংস্থার কোনও কর্মী, মালিক, আত্মীয় পরিজন অংশ নিতে পারবেন না। ২) প্রতিযোগীকে অন্তত ৮টি পর্বে অংশ নিতে হবে। এবং সবকটি সঠিক উত্তর দিলে সিলভার মেম্বার কার্ড প্রদান করা হবে। ৩) সিলভার মেম্বার কার্ড হোল্ডাররা পরপর ১৬টি পর্বে অংশ নিতে হবে। এবং সবকটি পর্বে সঠিক উত্তর দিলে গোল্ডেন কার্ড প্রদান করা হবে। ৪) গোল্ডেন মেম্বার কার্ড হোল্ডাররা পরপর ১৬টি পর্বে অংশ নিতে হবে। তাহলে তাঁদের ডায়মন্ড কার্ড প্রদান করা হবে। ৫) একমাত্র www.orbitnews.in পোর্টালে প্রতি সোমবার ক্যুই প্রকাশ করা হবে। উত্তর লিখতে হবে নীচের কমেন্টবক্সে। ৬) উত্তর লেখার কৌশল, প্রথমে প্রশ্নের নম্বর এবং সঠিক উত্তরটি লিখতে হবে। ৭) নিজের আসল নাম, ইমেল আইডি এবং ফোন নম্বর দিতে হবে পোর্টালের কমেন্টবক্সে। ৮) সময়ের সঙ্গে নিয়মাবলীতে সংশোধন, পরিবর্ধন, পরিমার্জন করার অধিকার কর্তৃপক্ষের রয়েছে। ৯) প্রতি সপ্তাহে ক্যুইজের নোটিফিকেশনের আপডেটের জন্য আমাদের হোয়াটস অ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন। এর জন্য পোর্টালে ফ্লাশ হওয়া হোয়াটস অ্যাপ গ্রুপে জয়েন করার যে বটন দেখা যাচ্ছে, সেখানে ক্লিক করলে, সরাসরি গ্রুপে যুক্ত হওয়া যাবে। ১০) চাইলে আমাদের গ্রুপের বাৎসরিক সদস্যপদ নিতে পারেন। বাৎসরিক চাঁদা ১৯৯ টাকা। এই সদস্যপদ নিলে সরাসরি সিলভার মেম্বার কার্ড প্রদান করা হবে এবং ভিন্ন প্যাকেজ ট্যুরে ছাড়সহ বিশেষ সুবিধা দেওয়া হবে। ১১) বাৎসরিক সদস্যপদের জন্য সরাসরি 9073503958 নম্বরে ফোন করুন। |
কোন কার্ডে কী কী সুবিধা রয়েছে
CARD | VALUE |
Silver Card | Card+Gift voucher |
Golden Card | Card+Gift voucher+ Rs. 5000 Cash prize |
Dimond Card | Card+ Gift voucher+Rs 10,000 Cash prize+ Memento |