Breaking News

স্মার্ট লাগেজ, নয়া সফরে এক নতুন আভিজাত্য, যেন স্বাধীন সফরসঙ্গী

অর্বিট ডেস্ক– কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন? অথবা হয়তো অফিস ট্যুরে প্রায়ই বাইরে যেতে হয়। আপনার সঙ্গী লাগেজটিকে নিয়ে বেশ চিন্তায় থাকেন। বিশেষ করে হাতে সময় কম, লাগেজও টানতে হবে আবার কোনও জরুরি কাজে একটি হাতকেও ব্যাবহার করতে পারছেন না। তখন বাধ্য হয়েই, লাগেজ রেখে, দাঁড়িয়ে কাজটি শেষ করতে হয়। এবার থেকে তেমন সমস্যার সমাধান এনে দিয়েছে স্মার্ট লাগেজ। Smart luggage

অন্যান্য স্যুইকেসের তুলনায় স্মার্ট স্যুইটকেসের দাম অনেকটাই বেশি। কিন্তু স্মার্ট বলে কথা।  হাইফাই স্টেশন হোক বা এয়ারপোর্ট। আপনি যাচ্ছেন আপনার হাতে কোনও লাগেজ নেই। অথচ আপনার সঙ্গেই নিজে থেকে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে আপনার লাগেজ। যেখানে খানা খন্দ দেখছে, সেখানে নিজেই পাশ কাটিয়ে নিচ্ছে। আপনি দৌড়চ্ছেন, আপনার সঙ্গে সেও গতি বাড়াচ্ছে।  প্রযুক্তির যুগে এমন স্মার্ট লাগেজ Smart luggage হাজির হচ্ছে আপনার জন্য।

আপনি হয়তো ভাবছেন, আপনি হাঁটছেন, আর পিছন থেকে কোনও দুষ্কৃতী আপনার লাগেজটিকে টুক করে তুলে নিয়ে পগার পার হল, তখন! না এমন ভাববার কোনও কারণ নেই। স্মার্ট লাগেজ Smart luggage লিঙ্ক থাকবে আপনার মোবাইল ডিভাইসের সঙ্গে। এ ছাড়াও একটি রিস্ট ওয়াচেও এর পেয়ার করে দেওয়া হচ্ছে।  অর্থাত্ কেউ চুরি করলে বা আপনার জুরিশডিকশনের বাইরে চলে গেলেই সিগন্যাল দেবে।

বিদেশের পাশাপাশি ভারতের কিছু লাগেজ প্রস্তুতকারক এই স্মার্ট লাগেজ Smart luggage তৈরি করছেন। স্মার্ট লাগেজে কী কী ফিচার থাকছে? Device charging, GPS tracking, Electronic Locks, Remote, app-enabled controls, Bluetooth connectivity, Wi-Fi connectivity, Electronic scales

তবে এই ব্যাগের একটাই সমস্যা, সেটি হল, কিছু এয়ারলাইনস এই স্মার্ট ব্যাগককে ব্যান করেছে। তার কারণ হল। ব্যাগের সঙ্গে লাগানো থাকে লিথিয়ম ইয়ন ব্যাটারি।  যা বিপদ ডেকে আনতে পারে। তবে লাগেজ Smart luggage নির্মাতারা চেষ্টা চালাচ্ছেন, ব্যাটারি যাতে খোলা যায়, তার বন্দবস্তো করা। এর ফরে কেবল যাত্রার সময় সেই লাগেজ আর স্মার্ট থাকবে না এবং বিপদের আশঙ্কাও তৈরি করবে না।

আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যান

About Orbit News

Check Also

পাশের রাজ্যেই রয়েছে প্রকৃতির এক আদিম জায়গা, বেড়িয়ে আসুন চুপিসারে

স্বাতী চ্যাটার্জি- কাশ্মীর, কেরালা, দক্ষিণভারত, উত্তরভারতসহ গোটা ভারততো বেড়াবেন। আমাদের দেশে দেখার জায়গা অনেক। প্রাকৃতি, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!