অর্বিট নিউজ- করোনা আবহে, মডার্ন মেডিসিন চিকিত্সা ব্যবস্থায় একের পর এক পরীক্ষা নিরিক্ষা আর লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকা মৃত্যুর হার। এরই প্রতিবাদে তোপ দেগেছেন যোগগুরু রামদেব। তাঁর সরাসরি অভিযোগ, এই মৃত্যুর জন্য দায়ি অ্যালোপ্যাথি ওষুধের অপব্যবহার। আর এই বিষয়েই ক্ষুব্ধ হয়েছেন, ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডাঃ জয়ালাল।
ডাঃ জয়ালাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনকে রামদেবের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার আবেদন জানিয়েছেন। উল্টোদিকে রামদেব জয়ালালের বিরুদ্ধে আরও মারাত্মক অভিযোগ এনেছেন। তার কারণ, ক্রিশ্চান কমিউনিটির একটি পোর্টালে সাক্ষাতকার দিয়েছেন ডাঃ জয়ালাল। সেখানে তিনি জানিয়েছেন, করোনা পরিস্থিতি মোকাবিলার ক্ষমতা একমাত্র ঈশ্বরের হাতে। পাশাপাশি জয়ালাল জানিয়েছেন, চিকিত্সা ব্যবস্থা ক্রিশ্চান কমিউনিটি থেকে আরও বেশি মানুষ আসা উচিত।