অর্বিট ডেস্ক- বিশ্বের ইতিহাসের বহু রাজা, মহারাজা, সুলতান, সম্রাটের কথা লিপিবদ্ধ রয়েছে। তাদের মধ্যে কিছু রয়ে গিয়েছেন, কুখ্যাত হিসেবে। রোমের তৃতীয় সম্রাট ক্যালিগুলা এমনই এক চরিত্র। যার শাসনকালে একাংশ নাগরিক থাকতেন আতঙ্কগ্রস্ত। মাত্র সাড়ে তিন বছরের শাসনকালেই তিনি এমন কিছু করেছিলেন, যা বিশ্ব ইতিহাসে আর কোনও সম্রাটের নজির নেই।
Tags caligula Roman History Roman king
Check Also
মালদ্বীপ যাওয়ার আগে বানিয়ে নিন প্ল্যান, নয়তো খসতে পারে বাড়তি গ্যাঁটের কড়ি
প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মালদ্বীপ। এই দেশের অধীনে রয়েছে অসংখ্য দ্বীপের দেশ। ছোট ছোট প্রায় ১২০০ …