Breaking News

নন্দীগ্রামের প্রাপ্ত ভোট সংখ্যা নিয়ে আদালতের যাওয়ার হুঁশিয়ারি মমতার, জিতলেন শুভেন্দু

অর্বিট নিউজ- রাজ্যজুড়ে তৃণমূলের জয়জয়াকার। কিন্তু নিজের আসন তথা নন্দীগ্রামে প্রাপ্ত ভোট নিয়ে মোটেই খুশি নন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার তিনি নিজের বাসভবনে সাংবাদিক বৈঠকে এই বার্তা দেন। তিনি জানান, পুরো রাজ্যে একরকম জনাদেশ, আর একটি আসনে এমন কেন?

রবিবার সন্ধে নাগাদ নির্বাচনী ফল অনেকটাই জলের মতো পরিষ্কার হয়ে গিয়েছে। তৃতীয় বারের মতো ক্ষমতায় আসছে তৃণমূল। এদিন সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সবার আগে, রাজ্যে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কাজ করা হবে। আর রাজ্যে লকডাউন হবে কিনা, সে বিষয়ে সরকার গঠনের পর আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর ঠিক হবে।

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে ভ্যাক্সিন নিয়ে এদিন তোপ দাগেন মমতা। তাঁর দাবি, পুরো দেশবাসীকে বিনামূল্যে করোনার ভ্যাক্সিন না দিলে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসবেন। এদিন তিনি ঘোষণা করেন, রাজ্যের সমস্ত নাগরিকদের তিনি বিনামূল্যে ভ্যাক্সিনের ব্যবস্থা করবেন।

নন্দীগ্রামে ১৯৫৩ ভোটে পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, এখানে ফলাফল নিয়ে নিশ্চয়ই কোনও কারচুপি হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়েছে, কমিশনের বিরুদ্ধে তিনি আদালতে যাবেন। পাশাপাশি, তাঁর অভিযোগ, কমিশন বেশ কিছু ক্ষেত্রে অতিসক্রিয় হয়ে উঠেছিল, তা যাতে আগামী দিনে না হয়, তার জন্য আবেদন করবেন তিনি।

আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যান

About Orbit News

Check Also

নিজস্ব ইতিহাস হারিয়ে বাঙালির কাছে কেন হয়ে উঠল ‘গ্রান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল’

স্বাতী চট্টোপাধ্যায়ঃ– আমাদের মতো সস্তা শহুরে বাঙালিদের ফ্যান্টাসি অসাধারণ। বিশ্ব দরবারে বাঙালি শ্রেষ্ঠ হলেও, ইংরেজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!