অর্বিট ডেস্ক- ২০২০ সালে করোনার প্রথম রূপ দেখেছিল সারা বিশ্ব। ২০২১ সালে ভারতে দ্বিতীয় ঢেউ চলছে। এবার তৃতীয় ঢেউয়ের অপেক্ষায় ভারতসহ দক্ষিণ পূর্ব এশিয়া, যা ইতিমধ্যেই ইউরোপ এবং দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকটি জায়গায়।
এনডিটিভির একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, করোনার দ্বিতীয় ঢেউ চলার মাঝে, তৃতীয় মিউটেড (Triple Mutation) রূপ জায়গা করে নিয়েছে মহারাষ্ট্র, দিল্লি এবং পশ্চিমবঙ্গে।
এই তৃতীয় রূপের করোনা ভাইরাস ঠিক কী? এটি প্রথম, দ্বিতীয় মিলিত হয়ে নতুন একটি রূপ। করোনার এই তৃতীয় মিউটেড রূপকে নিয়ে তৈরি হয়েছে তিনটি প্রশ্ন, ১। এটি আগেরগুলির থেকে কতটা দ্রুত ছড়ায়? ২। এটির মারণ ক্ষমতা কতটা ? ৩। চলতি ভ্যক্সিন তৃতীয় মিউটেড রূপের ক্ষেত্রে কতটা কার্যকরী?
আরও পড়ুন-অক্সিজেনের ঘাটতিতে ত্রাহি রহ দিল্লিতে
সূত্রের খবর, পুরো বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ কোনও তথ্য নেই। ফলে সময়ের সঙ্গেই এর উত্তর মিলবে। তবে তৃতীয় ঢেউ রুখতে সরকারের পদক্ষেপ কী হতে চলেছে, তার রূপ রেখাও স্পষ্ট নয়। বিশেষজ্ঞদের মত, ভারত যেহেতু যুক্তরাষ্ট্রীয় কাঠামোর অন্তর্গত, এর ফলে সুবিধা যেমন আছে, তেমন অসুবিধাও। সময়ের সঙ্গে রাজ্যের প্রশাসনিক উদ্যোগ যদি ঠিক ঠাক থাকে, তাহলে পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব। কিন্তু সাধারণ মানুষকে বিপাকে ফেলে রাজনীতির হাতিয়ার করলে, সেটা করোনার থেকেও ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়।