অর্বিট ডেস্ক-করোনার নতুন ঢেউ ইতিমধ্যে বেশ কয়েকটি রাজ্যে তাণ্ডব শুরু করেছে। পরিস্থিতি বেহাল হচ্ছে পশ্চিমবঙ্গেও, এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন। আর এই পরিস্থিতিতে তাঁকে বিঁধতে ময়দানে নেমে পড়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
সূতারাম ইয়েছুরি ট্যুইটে বলেছেন, মোদীর কাছে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার থেকে দলের হয়ে প্রচার বেশি গুরুত্বপূর্ণ। তাই তাঁর অগ্রাধিকারে রয়েছে নির্বাচনী প্রচার। বাকি সময়টায় তিনি টিভিতে মুখ দেখাতেই ব্যস্ত থাকেন। খুবই দুঃখের বিষয়’। তিনি আরও লিখেছেন, ‘ভারত য়ে গভার সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে, তাকে এক সেনাকর্তা যুদ্ধকালীন পরিস্থিতির সঙ্গে তুলনা করেছেন। কিন্তু প্রধানমন্ত্রীর তাতে নজর নেই। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা তাঁকে পাচ্ছেন না। বড় বড় নির্বাচনী জনসভার পর নাম কা ওয়াস্তে মিটিংয়ের নামে চমক দিচ্ছেন’।
কোভিড পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীতে আক্রমণ শানাতে ছাড়েননি, কংগ্রেসের বর্ষীয়ান নেতা পি চিদাম্বরম। করোনা ভাইরাসের মাথায় বসে প্রধানমন্ত্রী বেহালা বাজাচ্ছেন এমন একটি কার্টুনচিত্র প্রকাশ করেছেন। পাশাপাশি মোদীর দিদি ডাকের কড়া সমালোচনা করে তিনি লিখেছেন, কোনও প্রধানমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রীকে এরকম উপহাসের সুরে ডাকতে পারেন? আমি তো কল্পনাই করতে পারি না যে, জওহরলাল নেহরু, মোরারজি দেশাই বা বাজপেয়িজি এই ভাষায় কথা বলছেন’।
এর আগে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে একটি ছবি ট্যুইট করেছিলেন। সেি ছবির বার্তা ছিল, দেশের ভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর অপেক্ষা করছেন, আর প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারে।
রবিবারের জনসভা থেকেও তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আক্রমণ করেন নরেন্দ্র মোদীকে। তাঁর দাবি, রাজ্যে ৫ কোটি ৪০ লক্ষ ভ্যাক্সিন লাগবে, কেন্দ্র দিচ্ছে না। অন্যদিকে গুজরাটে ভ্যাক্সিন বিতরণ চলছে।