Breaking News

ভাইরাল অডিও মমতার! কার্যত সিলমোহর দিল তৃণমূলনেত্রীত্ব

অর্বিট ডেস্ক- শীতলকুচি কাণ্ডকে ঘিরে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অডিওতে শোনা যায়, মৃতদেহ নিয়ে মিছিল করতে হবে। এস পি, আইসিকে ফাঁসাতে হবে।

অডিওটির সত্যতা যাচাই নিয়ে কোনও পক্ষ দায়িত্ব নেয়নি। যদিও, এই অডিও ফাঁসকে ঘিরে তৃণমূলের তরফে শুক্রবার সাংবাদিক বৈঠক করা হয়।

তৃণমূলনেতা সুখেন্দুশেখর রায় অভিযোগ তোলেন, বিজেপি নেতৃত্বেই ফোন ট্যাপ চলছে এটা তার প্রমাণ। অর্থাত কে কার সঙ্গে কথা বলছে, তার ব্যক্তিগত গোপনীয়তা থাকছে না। এই ফোন ট্যাপের ঘটনায় তীব্র প্রতিবাদ করা হয় তৃণমূলের তরফে।

অর্থাত মমতা বন্দ্যোপাধ্যায় যে তাঁর দলের কর্মী পার্থপ্রতিম রায়ের সঙ্গে কথা বলেছেন, তা কার্যত স্বীকার করে নেওয়া হল।

আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যান

About Orbit News

Check Also

হাওড়ার শ্রমিক আন্দোলনের ইতিহাস, এক স্বর্ণময় অধ্যায়, বর্তমানে স্বপ্নের অতীত

অর্বিট ডেস্ক– হাওড়া শহরে একটা সময়ে দুরন্ত বেগে শ্রমিক আন্দোলন গড়ে উঠেছিল। রেলওয়ে প্রতিষ্ঠার পর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!