অর্বিট ডেস্ক- শীতলকুচি কাণ্ডকে ঘিরে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অডিওতে শোনা যায়, মৃতদেহ নিয়ে মিছিল করতে হবে। এস পি, আইসিকে ফাঁসাতে হবে।
অডিওটির সত্যতা যাচাই নিয়ে কোনও পক্ষ দায়িত্ব নেয়নি। যদিও, এই অডিও ফাঁসকে ঘিরে তৃণমূলের তরফে শুক্রবার সাংবাদিক বৈঠক করা হয়।
তৃণমূলনেতা সুখেন্দুশেখর রায় অভিযোগ তোলেন, বিজেপি নেতৃত্বেই ফোন ট্যাপ চলছে এটা তার প্রমাণ। অর্থাত কে কার সঙ্গে কথা বলছে, তার ব্যক্তিগত গোপনীয়তা থাকছে না। এই ফোন ট্যাপের ঘটনায় তীব্র প্রতিবাদ করা হয় তৃণমূলের তরফে।
অর্থাত মমতা বন্দ্যোপাধ্যায় যে তাঁর দলের কর্মী পার্থপ্রতিম রায়ের সঙ্গে কথা বলেছেন, তা কার্যত স্বীকার করে নেওয়া হল।