অর্বিট নিউজ- বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন? দেখে শুনে হোটেলও বুক করেছেন, হয়তো কয়েকজন আপনাকে পরামর্শ দিয়েছে, অথবা ফেসবুক গ্রুপ থেকে সেজেশন পেয়েছেন। তবু আপনাকে পুলিশি হেনস্থার মুখে পড়তে হতে পারে।
গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে হাতে নাতে ধরে ফেলল একটি মধুচক্র। গ্রেফতার করা হয় ৯ মহিলাসহ ৪০ জনকে। ঘটনাটি ঘটেছে, হিমাচল প্রদেশের সোলান জেলায়। পুলিশ পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার গোপন সূত্রে খবর আসে, সেই মতো একটি টিম গঠন করা হয়। গোপনে সেই টিমের সদস্যরা হোটেলে প্রবেশ করে। গোপন কৌশলে খোঁজ নেওয়া হয়, কোন কোন রুমে মধুচক্র চলছে। পুরো নিশ্চিত হওয়ার পরেই চালানো হয় অভিযান। পুলিশ প্রাথমিক তদন্তে জেনেছে, এই হোটেলে কিছু রুম বাঁধা ধরা খদ্দেরদের জন্য বরাদ্দ থাকতো। কিছু রুম বুক করা থাকতো স্থানীয় নেতা থেকে সমাজবিরোধীদের জন্য।
পাশাপাশি পুলিশি তদন্তে উঠে এসেছে, এই হোটেলে সাট্টাও চলতো। হোটেল থেকে বেশ কয়েকটি ল্যাপটপ, নগদ প্রায় ১৪ লক্ষ টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ভিন রাজ্য থেকেও বেশ কিছু পর্যটক এসে এমন হোটেলে মধুচক্রের আসরে জড়িয়ে পড়ে। গ্রেফতার করা হয়, ইমমোরাল ট্রাফিক আইনে মামলাও করা হয়।
রাজ্য পর্যটন দফতরের তরফে এক আধিকারিক জানান, দেশ জুড়েই মধুচক্র একটা রোগে পরিণত হচ্ছে। পুলিশ অভিযানের সময় কিছু নিরীহ মানুষও পুলিশের জালে ফেঁসে যাচ্ছেন। কারণ তাঁরা আমার কোনও খবর পান না, জানেনও না। তাই পর্যটকদের কাছে অনুরোধ, তাঁরা সরকারি হোটেল বুক করতে পারেন, নয়তো সরকারের তালিকাভুক্ত হোটেল বুক করতে পারেন।