Breaking News

চতুর্থ দফার নির্বাচনে তুমুল গণ্ডগোল, নিহত পাঁচ

অর্বিট ডেস্ক- চতুর্থ দফার নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হল ৪ জনের। কমিশন সূত্রের খবর, কোচবিহারের শীতলকুচিতে ভোট দেওয়ার জন্য লাইনে অনেকেই দাঁড়িয়েছিলেন। আচমকা কিছু দুষ্কৃতী জোড় পাটকির বুথের সামনে গণ্ডগোল পাকাতে শুরু করে। সেই সময় পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ লাঠি চালায়। তারপরেও পরিবেশ অশান্ত হয়ে ওঠে। বুথ চত্বরের পরিস্থিতি রণক্ষেত্র হয়ে উঠলে সিআরপিএফ গুলি চালাতে শুরু করে।

অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর গুলিতেই চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের বয়স আঠারো। এবারই তার জীবনের প্রথম ভোট ছিল। যুবকের নাম আনন্দ বর্মণ। এ ছাড়া আরও চারজন গুলিতে আহত হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সিআরপিএফ গুলি চালানোর আগে, তৃণমূল-বিজেপি উভয়পক্ষ গুলি বোমা ছোঁড়ে। নির্বাচন আধিকারিক বিবেক দুবে এই ঘটনার প্রেক্ষিতে রিপোর্ট দিয়েছে কমিশনে। জানানো হয়েছে, আত্মরক্ষার স্বার্থে গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী।

নিহত যুবক আনন্দ বর্মণের পরিবারের দাবি, আনন্দ বিজেপি সমর্থক ছিল। তাঁর মৃত্যুর জন্য তৃণমূলের দুষ্কৃতীরা দায়ী। সে ভোটের লাইনে দাঁড়িয়েছিল, আচমকা গণ্ডগোল শুরু হয়। পালানোর সময়ই পিছনে গুলি লাগে।

রিপোর্টে বলা হয়েছে, কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ধরে কয়েকশো গ্রামবাসী। জওয়ানদের কটূক্তি করে স্লোগান দিতে থাকে তারা। এর মধ্যেই ভিড়ে মিশে কয়েকজন দুষ্কৃতী বাহিনীর জওয়ানদের অস্ত্র ছিনিয়ে চেওয়ার চেষ্টা করে। এরপরই আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয় সিআরপিএফ-এর জওয়ানরা।

আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যান

About Orbit News

Check Also

নিজস্ব ইতিহাস হারিয়ে বাঙালির কাছে কেন হয়ে উঠল ‘গ্রান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল’

স্বাতী চট্টোপাধ্যায়ঃ– আমাদের মতো সস্তা শহুরে বাঙালিদের ফ্যান্টাসি অসাধারণ। বিশ্ব দরবারে বাঙালি শ্রেষ্ঠ হলেও, ইংরেজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!