অর্বিট ডেস্ক– ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ইন্দোনিশায়ার একটি তেল সংশোধনাগারে। এলাকার প্রায় ৯০০ বাসিন্দাকে এলাকা থেকে সরানো হয়েছে। এই ঘটনায় ২০জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রের খবর, সোমবার স্থানীয় সময় রাত ১২.৪৫ নাগাদ তৈল সংশোধনাগারে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যে পুরো এলাকায় আগুন ভয়াবহভাবে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ কর্মীর। আহত ২০ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। তৈল সংশোধনাগার ও দমকলকর্মীদর দাবি এখনও বেশ কিছু কর্মীর হদিশ মেলেনি।
স্থানীয় প্রশাসনিক সূত্রের খবর, বোলাঙ্গান তৈল সংশোনাগারটি চালু হয় ১৯৯৪ সালে। সুরক্ষার দিকটি নিয়মিত দেখা হয়। ইন্দোনেশিয়ার একাধিক নাগরিক এই ঘটনাকে সাধারণ ভাবে দেখতে চাইছেন না, তাঁদের মতে একটি একটি অন্তর্ঘাত।
ইন্দোনেশিয়া প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় একটি তদন্ত কমিটি বসানো হয়েছে। কারও কোনও গাফিলতি বা অন্তর্ঘাতের ঘটনা সামনে এলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।