অর্বিট নিউজ-চতুর্থ দফায়র ভোটে কোচবিহারের শীতলকুচির ঘটনার পর আরও কড়া পদক্ষেপ করতে চলেছে মির্বাচন কমিশন। উস্কানি মূলক মন্তব্যের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, দিলীপ ঘোষ, রাহুল সিনহা কে নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচনী প্রচার বন্ধ রাখার নির্দেশ দেয়।
পঞ্চম দফার ভোটে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি ব্যবস্থা নিচ্ছে কমিশন। পঞ্চম দফায় ভোট রয়েছে দার্জিলিঙের সবকটি আসনে উত্তর ২৪ পরগনার ১৬, নদিয়ার ৮টি আসন, জলপাইগুড়ির ৭, কালিম্পঙের ১ টি আসনে।
পঞ্চম দফার ভোটে তারকা মুখের মধ্যে রয়েছে, জ্যেতিপ্রিয় মল্লিক, গৌতম দেব, চিরঞ্জিত, মদন মিত্র, ব্রাত্য বসু, রাহুল সিনহা শমীক ভট্টাচার্য, অদিতি মুন্সি, সুজিত বসু, অশোক ভট্টাচার্য, সব্যসাচী চক্রবর্তী, অশোক ভট্টাচার্য, পার্নো মিত্র, তাপস রায়, রাজু বন্দ্যোপাধ্যায়।