Breaking News

১৮ বছর হলেই নেওয়া যাবে করোনার ভ্যাক্সিন, জানাল কেন্দ্র

অর্বিট ডেস্ক-১৮ বছর হলেই করোনার ভ্যক্সিন নেওয়া যাবে বলে জানিয়ে দিল কেন্দ্র। এর আগে ৪৫ বছরের ঊর্ধ্বের ব্যক্তিরাই ভ্যাক্সিন নেওয়ার ক্ষেত্রে ছাড়া পেয়েছিল।

বিশেষজ্ঞদের দাবি ছিল, করোনা ভািরাস ডবল মিউটেন্টের পর সব থেকে বেশি ক্ষতি করছে নতুন প্রজন্মকে। সমীক্ষায় বলছে, করোনায় সবচেয়ে বেশি কাবু হয়েছে ১৫ থেকে ৪৫ বছর পর্যন্ত বয়সীরা। পাশাপাশি সদ্যোজাতদের ক্ষেত্রেও করোনায় আক্রান্ত হওয়ার ছবি ধরা পড়েছে।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, বেশ কয়েকদিন ধরেই দাবি জানিয়ে আসছিল, আঠারো বছরের ঊর্ধ্বে যাঁরা রয়েছে, তাদেরও ভ্যক্সিন দেওয়া হোক। এবার সেই পথেই হাঁটল কেন্দ্র সরকার।

সূত্রের খবর, অধিকাংশ গবেষক মনে করেন, জেনারেশন ওয়াইয়ের ভ্যক্সিন প্রক্রিয়া চালু করা হোক। এদিকে বয়স সীমার ক্ষেত্রে কেন্দ্র ছাড় দিলেও, ভ্যক্সিনের আকাল তৈরি হচ্ছে বাজারে। আমেরিকা কাঁচামালের রফতানি নিষেধাজ্ঞা জারি করায়, ভারতেও নতুন করে ভ্যক্সিন উত্পাদন বন্ধ রয়েছে, ফলে ভারতও ভ্যক্সিনের রফতানি বন্ধ করে দিয়েছে দেশের চাহিদা মেটাতে।

আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যান

About Orbit News

Check Also

কাশ্মীরের এই পাঁচটি জায়গা একদম অফবিট, এবারে সফরের তালিকায় অবশ্যই রাখুন

স্বাতী চ্যাটার্জি- ভূস্বর্গ কাশ্মীর, মুঘল সম্রাট এই উপত্যকা দেখার পর বলেছিলেন, পৃথিবীতে যদি স্বর্গ বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!